Rose care 2

আগস্ট মাসের ছবি:
দুটো আলাদা ভ্যারাইটি বয়েসে এক হলেও কখনো রুট ফরমেশন এক হয় না। রুটের বৃদ্ধির হারও এক হয় না। কি মজার বিষয় দেখুন, প্রত্যেকটির কিন্তু রোসা মালটিফ্লোরা রুট স্টক তা সত্ত্বেও গাছের চারিত্রিক বৈচিত্র্য থাকার ফলে রুট স্টক কে কিভাবে ডমিনেট করে।
প্রথম ছবিতে প্রচুর ফাইব্রাস রুট দেখা যাচ্ছে, পুরো গাছটা কিন্তু দাড়িয়ে ছিল এই সুক্ষ রুটে। গাছের বৃদ্ধি হয়েছে মারাত্মক কিন্তু সংখ্যায় ট্যাপ রুট প্রায় নেই বললেই চলে।
দ্বিতীয় ছবিতে ফাইব্রাস রুটের সংখ্যা প্রথম ছবির তুলনায় ৩ ভাগের ১ ভাগ, কিন্তু এখানেও গাছ দারুণ গ্রো করেছে, কারণ এখানে গাছ ট্যাপ রুট ডেভেলপ করেছে অনেক বেশি।
কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে দ্বিতীয় গাছটা কিন্তু আগে সার্ভাইব করবে, প্রথম গাছ তার ফাইব্রাস রুট হারিয়ে আর নতুন রুট আনতে পারবে না সেক্ষেত্রে দ্বিতীয় গাছ ফাইব্রাস রুট আনতে না পারলেও ট্যাপ রুটের ওপর ভরসা করে এগিয়ে যাবে। তাই প্রাথমিক বা প্রথম বছরের গাছ দেখেই অনেকের মনে উৎফুল্ল আস্তে পারে কিন্তু রুট প্রুনিঙ্গ এর সময় অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকেই এখন রুট কাটছেন বা কাটবেন তাই একটা সতর্ক বার্তা জানালাম। ট্যাপ রুটের পরিমাণ কম হলে ফাইব্রাস রুটের প্রুনিং না করে ট্রিম করা অনেক সুরক্ষিত। একান্ত কালো বা ডিপ ব্রাউন রুটের ই প্রুনিং করুন, ট্যাপ রুট না থাকলে সাদা ফাইব্রাস রুট কাটবেন না। কয়েল হওয়া সাদা ফাইব্রাস রুট একমাত্র কাটা যেতে পারে। পরিমাণ মতো ট্যাপ রুট থাকলে তবেই ৩০-৪০% ওভারঅল রুটের প্রুনিং করতে পারেন।
আমার লেখা চুরি হওয়ার ভয়ের থেকেও আপনাদের সাবধান করার বেশি প্রয়োজন মনে করেই আজকে পোস্ট করলাম।
ভীষন ভীষন উপকারী পোস্ট….তাহলে কি রুট স্টক যাই হোক না কেন সিয়নের সাথে এক প্রকার অভিযোজন করে সিয়নের চাহিদা ও চরিত্র অনুযায়ী রুট তৈরি করে বা সিয়ন রুট স্টক কে দরকার অনুযায়ী তৈরি করে?
সিজেনের জায়গাতে ভ্যারাইটি বসিয়ে নিন, ওটাই উত্তর
তাহলে রুট স্টক নিয়ে ভাবার দরকার নেই? যেকোনো রুট স্টক হলেই চলবে?
সেটা তো বলি নি। আমাদের এখানে সব মাল্টিফ্লোরা তেই গ্রাফটিং হয়
Scroll to Top