Repotting roses

১৫ মার্চের মধ্যে আপনার রিপটিং এর বিষয়টা সম্পন্ন করবেন।
রিপটিং করার আগে এবং পরে কিছু বিষয় খেয়াল করবেন।
রিপটিং এর আগে ঃ
১. সয়েলে যারা গাছ করছেন তাদের মিডিয়ামের ড্রেনেজ সিস্টেম কেমন সেইটা আগে নিশ্চিত করেন। যে মিডিয়াম তৈরি করেছেন সেইটাকে আগে একটা খালি টবে ভরে তার ড্রেনেজ ব্যবস্থা কেমন দেখে নিন। সমস্যা মনে করতে নতুন মিডিয়াম তৈরি করে গাছ বসাবেন।
২. টবের মাটি বেশি ভেজা না থাকে৷ তাহলে টব থেকে বের করা এবং তাতে নতুন মিডিয়ামে সেট হতে সমস্যা হয়।
৩. গাছের ডাল বা পাতা এগুলো একদম কাটা যাবেনা।
৪. অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় খাবার বা সরিষার খৈল এমন কিছু রিপটিং এর আগে দেওয়া যাবেনা।
৫. খুব সকালে রিপটিং করলে ভালো,, আরো ভালো হয় রাতে করতে পারলে যদি সম্ভব হয়। প্রখর রোদে এটা করা যাবেনা। ঠান্ডায় করতে পারলে গাছের ধকল কম যায়৷
৬. সমস্ত টব ছাঁদের এক কোণায় সরিয়ে যে জায়গায় গাছ রাখবেন সেই জায়গাটা সুন্দর করে পরিস্কার পরিচ্ছন্ন করবেন,,, তাতে ছএাকজনিত সমস্যা কমে যাবে এবং নতুন টব গুলোতে ছএাক সহজে বাসা তৈরি করতে পারবেনা।
৭. বরফ জল স্প্রে করলে খুব ভালো হয়,, রিপটিং এর আগে।
৮. নিউরোবিয়ন ফোর্ট নামে মেডিসিন শপে বড়ি পাবেন সেইটা ১ টা বড়ি ৫ লিটার জলে মিশিয়ে রেডি করে রাখবেন,,, রিপটিং এর পর এটা মিডিয়ামে দেবেন। তাতে গাছের অনেক ধকল কমে যাবে।
৯. গাছের সংখ্যা কতগুলো সেইটা মাথায় রেখে টব আগে সংগ্রহ করবেন। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয়।
১০. রিপটিং এর আগের দিন কোন ধরনের খাবার দেওয়া যাবেনা।
রিপটিং এর পরে ঃ
১. নিউরোবিয়ন ফোর্ট বড়ির জলটা আগে গাছের গোড়ায় দেবেন।
২. গাছকে মিনিমাম ৭-১০ দিন কোন ধরনের ফিডিং করানো যাবেনা।
৩. বারবার ঠান্ডা জল স্প্রে করতে হবে। মিনিমাম দিনে ২-৩ বার।
৪. মিডিয়াম কোনোভাবেই যেন ড্রাই না হয় এই বিষয়টা নিশ্চিত করবেন।
৫. খোলা জায়গায় গাছ রাখবেন সমস্যা নাই। রোদ বৃষ্টি যাই হোক না কেন।
৬. কীটনাশক স্প্রে করতে ভুলবেন না কারণ পোকামাকড় আক্রমণ ঠিকই করবে কোনো মানবতা দেখাবে না।
৭. কোন ফলিয়ার ফিডিং করানো যাবেনা।
৮. রুট Development করে এমন ফিডিং করাবেন রিপটিং এর ৭-৮০ দিন পর থেকে।
৯. টাটা রেলি গোল্ড এর ব্যবহার করা যেতে পারে ১-২ গ্রাম টবের সাইজ অনুযায়ী।
১০. গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া বার বার এটা করা যাবেনা। তাকে এই ১০ টা দিন রেস্ট এ রাখতে হবে।
মাটি বা সিনডার যেই মিডিয়ামে গাছ করছেন রুট কাটবেন না যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে। আমার মতে টবের ছিদ্র দিয়ে যে রুট গুলো বের হয়ে আসবে ওই টুকু কেটে দিলেই যথেষ্ট। মাটির গাছ রুটের এই টানা হেঁচড়া সহ্য করতে পারেনা। এমন কোনো অভিজ্ঞতাবিহীন মানুষ রুট কাটলে blind shootshoot গাছে ভরে যাবে। গাছটায় ঠিকঠাক বাড়তে চাইবে না। আমার এই লেখাটা শুধুমাএ নতুন রোজারিয়ানদের জন্য অভিজ্ঞ লোকদের কাজের ধরন ভিন্ন হয়। তারা এগুলো অসুরণ বা একমত না হতে পারে। রোজকেয়ার নতুনদের জন্য এবং মানুষের ছোট ছোট ইচ্ছা গুলো বাঁচিয়ে রাখার জন্য কাজ করে। অতএব এটা কেউ ল্যাবে পরীক্ষা করবেন না। নতুনদের শেখার সুযোগ করে দেবেন। রোজকেয়ার সাধারণ মানুষের জন্য কাজ করে টাকা ইনকামের জন্য না। আপনাদর রিপটিং বিষয়ে কোনো কথা থাকলে কমেন্টে জানাবেন,, অন্যকোনো বিষয় নিয়ে আলোচনা বা কমেন্ট করবেন না। তাতে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ নতুন কেউ পোস্ট পড়ার সময় কিছুই বুঝতে পারবেনা।
অনেক শুভেচ্ছা,,, শুভকামনা রইলো সবার জন্য ❤️
Scroll to Top