রুট অক্সিজেন চায় এবং তার সন্ধানেই সে টবের ভিতর সর্বত্র ঘোরাফেরা করে। সে যদি সর্বত্র তার প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাই তাহলে coil হওয়ার সম্ভাবনা কমে যাবে বলে আমার মনে হয়। সঠিক উত্তর টা জানার অপেক্ষায় থাকবো।
সবার প্রথম উত্তর, তাহলে এতদিন ধরে আমরা ভুল জানতাম বেশি রুট মানে দারুন একটা গাছ,
আমার মনেহয় রুট তারা তারি কয়েল ফর্ম করে অতিরিক্ত জল দেওয়ার ফলে। রুট কিন্তু অক্সিজেন কে খোঁজার জন্য ছোটে না, তাহলে সবার আগে রুট পটের ওপরের দিকে বেশি থাকতো। পর্যাপ্ত অক্সিজেন পেলে গাছ পরিমিত রুট তৈরি করে, তাকে ততোধিক রুট ডেভেলপ করার প্রয়োজন পড়ে না, কিন্তু অতিরিক্ত অক্সিজেনের সরবরাহ গাছ কে demotivate করে বা করতে পরে, কারণ গাছ বিনা পরিশ্রমে দরকারের থেকে বেশি অক্সিজেন পেয়ে গেলে, গ্রোথ এর দিকে ফোকাস করবে না, কারণ respiration এর জন্য যা অক্সিজেন দরকার তখন সালোক সংশ্লেষ না করেই রুট থেকে পেতে শুরু করবে। সুতরাং অতিরিক্ত অক্সিজেন এ অত্যধিক কম রুট আর কম অক্সিজেন এ অত্যধিক বেশি রুট। ব্যালান্স অক্সিজেন দরকার। তবে অক্সিজেনের সাথে রুট কয়েল হওয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক আছে। বাকিটা দাদা আপনি বলবেন।
অনেকে প্রথম বছর ইউসুফ পাঠানের মতন ব্যাট করে প্রচুর রান করে, সে কি তাহলে সচিন তেন্ডুলকর হয়ে গেল, মানে প্রথম বছর feeder roots ওপর গাছ থাকে অনেকের , দারুন লাগে দেখতে, একে বলে cosmetic growth, সত্যিই ওটা মরীচিকা, কিন্তু তার আয়ুতো বেশিদিন দিন নয়, সমতল বাংলা ভারী বৃষ্টিপাত এসেই রুটের দফারফা হয়ে যায়, ঐ রুটের উপর ভরসা করে তুমি ফুল করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সেই গাছের পর্যাপ্ত taproot তৈরি না হচ্ছে, ততক্ষণ অব্দি গাছকে প্রুনিং করলে ভয় থেকেই যায়,
অবশ্যই, ফিডার রুট কাটার পর কোনো সময় ঠিক মত আবার নাও হতে পারে, সেক্ষেত্রে গাছ আবার রুট ফর্ম করতে অনেক দেরি করে। আমার মনে হয় প্রথম বছর রিপট করার সময় রুট প্রুন্নিং এর থেকে ড্রেসিং করাই ভালো। কিন্তু রুট জনে অতিরিক্ত বায়ুর প্রবেশ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের থেকেও যেটা বেশি কাজে লাগে সেটা নাইট্রোজেন fixation এর জন্য। আমার উপলব্ধি হয়েছিল যে গাছের পর্যাপ্ত বায়ুর সরবরাহ থাকলে গাছ বেশি রুট তৈরি করার জন্য নিজের এনার্জী লস করে না।
“গাছের বায়ুর সরবরাহ থাকলে গাছ বেশি রুট তৈরি করার জন্য নিজের এনার্জি লস করেনা” এই কথাটা দারুন বলেছ.
আমার মনে হয় প্রপার অক্সিজেন সরবরাহ হলেও রুটের সেল ডিভিসান বাড়ে ও খাদ্য রুটের সংখ্যা বৃদ্ধি হয় কিন্তু রুটের ও একটি বয়স থাকে এক্সপায়ারি ডেট। গাছ নিজেও তার কয়েল রুট রিপেয়ার করতে পারে। গাছের কিছুটা রুট একটা সময় কয়েল হতেই হবে নোইলে বেলেন্স ইন বেলেন্স হবে।এটি ইকো সিস্টেম এর একটি অংশ। প্রপার অক্সিজেন সরবরাহ হলে গাছ দ্রুত তার কয়েল কে আবার রিপেয়ার করে নেয়, রিসাইকেলিং প্রসেজ। রুট কয়েল হোওয়ার অনেক কারন থাকতে পারে যেমন অতিরিক্ত অক্সিজেন সরবরাহ হলে তার ফলে রুটে জন্মানো ক্রনিক প্রটজয়ার আক্রমন, ও রুটে মন্ধে গ্রোথ রেট বাড়িয়ে নেয়। রুটের মন্ধে অক্সিজেন সরবরাহ এক দম বন্ধ থাকলে, এটা হলে পারে, গ্যাস বাবল। গোড়ায় প্রচুর আ্যমোনিয়াম বন্ডিং সরীলি করন না হলেও রুট পুড়ে যেতে পারে।সেই সময় জল ঝেরে চালাতে হয়। ইত্যাদি।আমার মনে হয় রুটে অক্সিজেন সরবরাহ করা উচিৎ কিন্তু তার ও একটা মাপ অনুযায়ী।
Rooter coil haoya to eco system na. coil hoy karon badha pay tai. jomir gache root to coil hoy na. Ar gach kibhabe nijer root coil repair kore sheta ektu detail a balo. ei byapar ta amar jana nei.
আমাদের সিনডার মিডিয়াতে আমরা extra অক্সিজেন provide করতেই পারি। অক্সিজেন পাম্প দিয়ে। তাতে রুটের বৃদ্ধি ঘটবে। এবং গাছও দিগুন বাড়বে। তবে সেই পরিমানটা কতটুকু হবে সেইটাই আসল ব্যাপার। Hydroponic এ oxygen পাম্পের সাহায্যে দেওয়া হয়। তাতে রুটের বৃদ্ধি ঘটে সাথে গাছেরও দারুণ গ্রোথ আসে। তবে সেইটা কিনতু পরিমিত মাএায় দেওয়া হয়। আমাদের মিডয়াতে দিলেও রুট কয়েল হয়ে যাবে খুব দ্রুত। সেইটা গাছের বৃদ্ধি ও রুট কয়েলের সময় কমিয়ে দেবে। তারমানে যেটা ২ মাসে হতো সেট ১ মাসেই হয়ে যাবে। এইখানে একটা কথা আছে। তাদের মিডিয়া পুরোটা জল আমাদের মিডিয়াতে কিন্তু metarial তাই বার বার রুট কয়েল সমস্যার কারণ হয় দাঁড়াবে। তাছাড়া যদি পাম্প সেট করা থাকে দিনে অল্প সময় এইটা চালানো যেতেই পারে। বলে আমার মনে হয়। ভালোই হবে। অক্সিজেনের অভাব দেখাদিলে ব্যবহার করা বেশি কাযকর বলে আমি মনে করি
hydroponic a oxygen দেওয়ার পদ্ধতিটা একটু বিশদে বলো. কারণ মজা আছে এতে. যদিও বিষয়টা আমাদের প্রয়োজন নেই তবুও ইন্টারেস্টিং শুনলে ভালো লাগবে.
আমরা যারা সিনডারে গাছ করি তাদের এই অক্সিজেন extra ভাবে দেওয়ার কোন প্রয়োজন নেই। কারণ সিনডার মিডিয়াতে গাছ করার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো অক্সিজেন। যেটা এই মিডিয়াতে যথেষ্ট পরিমানে গাছ পায়। আর হাইড্রোফনিকে যারা গাছ করে তাদের যে পদ্ধতি থাকে। তাদের ওই ধরতে পারি টোটালটাই জল আর যে কনটেইনার / পাইপ ব্যবহার করা হয় তাতে কোন অক্সিজেন পৌঁছানোর কোন ব্যবসথা থাকে না। খুব সিমিত ভাবে যায়। যা কিনা গাছের জন্য যথেষ্ট নয়। তখন তারা extra ভাবে ওই অক্সিজেন, provide করে। আর সেটা তাদের ক্যামিক্যাল সার মিস্রিত জলের সাথে দেয়। আর এই অক্সিজেন না দিলে গাছ তার রুটের যেমন বৃদ্ধি ঘটাবে না আর রুটের বৃদ্ধি কমে গেলে গাছের খাদ্য গ্রহণের হারও কমে যাবে। আর খাদ্য গ্রহণ না করলে ওই ক্যামিক্যাল দিলে তা কোন কাজে আসবে বা। শুধু শুধু আরো Toxicity তৈরি হবে। এবং কিছু জায়গাতে অক্সিজেন দেওয়া হয় তার অন্য একটা কারণ আছে। আমরা নিদিষ্ট একটা পাএে যদি ক্যামিক্যাল গুলে দেই আর তা।যদি কিছু দিন ধরেন ৪-৫ দিন ও রাখি ওটা কিন্তু তলানি পড়বে। আর অক্সিজেন পাম্প দেওয়া থাকলে সেটা হবেনা। সবসময় জলে ক্যামিক্যালটাকে ডিজলভ করে রাখবে। যেটা হাইড্রোফনিক গাছের জন্য জরুরি। তাদের সব রুট সমান ভাবে খাবার পাবে এবং গাছ জলও ভালো গ্রহণ করবে। একটা গাছের রুটের সবজায়গা যদি অক্সিজেন আর খাবার পায় তার থেকে ভালো আর কি হতে পারে বলেন। অক্সিজেন ছাড়াতো গাছও বাঁচতে পারে না।। আমাদের বাসায় যাদের একুরিয়াম আছে তাদের কাছে এ বিষয়টা পরিস্কার হবে তারা যদি নিজেরা বাড়িতে করে দেখে। ছএাকনাশক / কীটনাশক গুলে একটা বোতলে রেখে দিলেও দেখা যাবে তলানী পড়বে ৪-৫ দিনের মধ্যে। ধীরে ধীরে। স্যার এর থেকেও আরো ভালো উদাহরণ থাকতে পারে। তবে আমার জানা নাই। ভুল হতে পারে স্যার মাফ করবেন
আর্টিফিশিয়াল ভাবে রুট জোনে অক্সিজেনের পরিমাণ গাছের Root To Shoot উভয়ের ই বৃদ্ধি ঘোটবে । তুলনা মুলক রূট জোটেরই বৃদ্ধির হার বেশি হওয়ার কথা, কারণ বীজ অঙ্কুরিত হবার সময় আগে রুটের বিস্তার হয়, পরে সুথ বা ডাল পালা ও পাতার ।এইটা গাছে স্বাভাবিক ধর্ম ।আর একটা বিশয় আমার মনে হয় রুট জোনে অক্সিজেনের পরিমাণ বারালে রাইজোস্ফিয়ারে উপকারি মিথোজিবী মাইকোরাইজালের মাইসলিয়ামের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আধিক পরিমাণ মাইসলিয়ামের মাধ্যমে গাছ পর্যাপ্ত নিউট্রেশন কম সংঙ্খক রুটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে ফলে রুটের বেশি বৃদ্ধির প্রয়োজন হবেনা আর রুট কয়েলের হার ও কম হবে ।গাছতো বেশি নিউট্রেশনে খোঁজে বেশি রুটের বৃদ্ধি ঘটায় ।
