Mites & Thrips

বেশ কিছু দিন ধরে খেয়াল করছি সবার একই সমস্যা। এখনকার যে সময় তাতে এই দুটো পোকামাকড়ের আক্রমণ থাকবেই সবসময়। কোনো ভাবেই অনেকেই এটা control করতে পাড়ছেন না। আর সেটার কিছু ভুল আছে ব্যবহার বিধি পরিমাপ,,,কীটনাশকের গুণগত মান,,,দেওয়ার পদ্ধতির উপর।
কারণ গুলো ঃ
১.লাগাদার একই company এর কীটনাশকের ব্যবহার
২. সঠিক পরিমাণে ব্যবহার না করা।
৩. নিদিষ্ট সময়ের পর কীটনাশকের ব্যবহার।
৪. নিয়মমাফিক কীটনাশক না দেওয়া।
৫. স্প্রে করা সঠিক ভাবে না হলে।
৬. Hand sprayer ব্যবহার করা৷ ( ছোট ১-২ লিটারের গুলো)
৭. অপরিষ্কার রাখলে,,,
উপরে যে কারণ গুলো এমন কিছু সংখ্যক ভুলের জন্য পোকামাকড় আক্রমণ থেকে আমরা গাছকে বাঁচাতে পারিনা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। pestControl করতে না পারলে শত খাবার জল দিয়েও গাছকে সঠিকভাবে বড় করতে বা সুস্থ রাখতে পারবেন না। সবসময় মনে রাখবেন একটা গাছের পাতার সুস্থতার উপর গাছের বৃদ্ধি নির্ভর করে।
যে নিয়ম গুলো মেনে চলা উচিৎ ঃ
১. অবশ্যই কীটনাশক এবং মাকড়নাশকের মূল উপাদান ঠিক রেখে ভালো company দেখে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা। কারণ লাগাদার একই কীটনাশক ব্যবহারে পোকামাকড়ের resistance পাওয়ার বেড়ে যায়। আর কাজ হয়না।
২. অবশ্যই অনুমোদিত মাএা অনুযায়ী কীটনাশকের ব্যবহার করা উচিৎ বেশিও না কমও না৷ কম দিলে কাজই হবেনা। বেশি দিলে গাছের পাতা পুড়ে যাওয়া আবার অনেক সময় দেখে যায় কয়েকবার স্প্রে করার পর পাতার আয়ু অনেক কমে যায়। গাছের বৃদ্ধি ব্যাহত হয়। পাতা মচমচে হয়ে যায়৷ পাতার এই অসুস্থটার জন্য গাছের খাদ্য গ্রহণ এবং কীটনাশকের কার্যকারিতা লোপপায়৷
৩. সন্ধ্যা লাগার সাথে সাথে যদি আপনি কীটনাশক স্প্রে করতে পারেন খুব ভালো হয়৷ তার বিশেষ কিছু কারণ আছে৷ সন্ধ্যা লাগার সাথে সাথে পোকামাকড় গাছে আক্রমণ করতে আসে তখন যদি আমরা কীটনাশক স্প্রে করি অবশ্যই অনেক বড় পূর্ণ বয়স্ক পোকামাকড় মারা যাবে তাতে একদিকে পোকামাকড় আক্রমণ করতে পাড়লো না আবার অন্য দিকে তাদের বংশ বিস্তারের বাধা সৃষ্টি করলো। কারণ এই সন্ধ্যায় তারা গাছে এসে ডিম পাড়ে। রাতে দিলে কি আর কাজ হলেও ওতোটা হবে আমার মনে হয়না।
৪. এবার দেখা গেলো কীটনাশক স্প্রে নিয়মমাফিক না করেই আশানুরূপ ফলাফল আশা করি। এটাও নেহাত বোকামি ছাড়া কিছু নয়। মন চাইলো দিলাম না চাইলো দিলাম না। তাহলে আর এই জীবনে পোকামাকড় আক্রমণ থেকে গাছকে কোনদিন বাঁচাতে পারবেন না। অবশ্যই ৫ দিন পরপর স্প্রে করতে হবে।
৫. সঠিকভাবে কীটনাশক স্প্রে করতে না পারলে দেখা গেলো অমনোযোগীভাবে কোথাও স্প্রে করলাম কোথাও করলাম না,,,, হবেনা। এটা খুব বড় ভুল।
৬. Hand sprayer এর ব্যবহার এটা দিয়ে সদ্য বসানো কিছু গাছের পাতায় জল স্প্রে ছাড়া আর কিছুই সম্ভব না। ভালো মানের স্প্রেয়ার অবশ্যই লাগবে। কারণ ওই hand sprayer দিয়ে পাতার উপরে স্প্রে করতে পারবেন। নিচে সঠিকভাবে কোনদিন স্প্রে করা যায়না। তারজন্য মাকড় কোনোদিন সঠিকভাবে নিমূল করতে পারবেন না৷ তারসাথে Hand sprayer এর যে পরিমাণ কীটনাশক অপচয় হয় তা দিয়ে ২ বার স্প্রে করতে পারবেন। এবং গাছের গোড়ায় কীটনাশক স্প্রে করার সময় মিডিয়ামে পড়তে থাকে কারণ ওটার জলের পরিমাণ বেশি বের হয় মোটা স্প্রে হয়। তারফলে মিডিয়ামে পড়ে অসংখ্যক উপকারী ব্যাকটেরিয়া মারা পড়ে এবং মিডিয়ামের পিএইচ হাই করে দেয়। গাছের বিরাট ক্ষতি করে ফেলে। আরো একটা সমস্যা ১০-২০ টা গাছ থাকলে আপনি খুব আনন্দের সাথে স্প্রে করতে পারবেন না। ২-৪ টা করার পর ফেলে রেখে চলে আসতে মন চাইবে।
৭.অপরিষ্কার রাখলে আসলে সত্যি বলতে কোনোকিছু সুন্দর হয়না। একটা জিনিস খেয়াল করবেন কিছু মাকড়ের ডিম ধরেন ওই একটা গাছের হলুদ পাতায় ছিলো সেটা আবার গাছ থেকে পড়ে টবে বা তার আশেপাশে পড়লো,,, আপনি পরিষ্কার করলেন না ওই ডিম থেকে মাকড়ের বাচ্চা হয়ে আবার বাগানে আক্রমণ করবে। ওটা আপনি মারতে পারবেন না,, ওই পাতা মাটিতে পড়ে থাকবে আপনিতো আর কীটনাশক মাটিতে মিডিয়ামে স্প্রে করবেন না। তখন কি হবে বলেন?
এমন কিছু সাধারণ ভুলের জন্য পোকামাকড় আক্রমণ থেকে কোনোভাবেই আমরা গাছকে মুক্ত রাখতে পারছি না। অবশ্যই বিকালের আগে জল স্প্রে করে পাতা পরিস্কার করে দেবেন তাতে পাতার পড়ে থাকা ময়লা পরিস্কার হয়ে যাবে৷ কীটনাশক সঠিক ভাবে কাজ করবে। তার সাথে গাছ ঠান্ডা থাকবে। এবং এটা নিশ্চিত করবেন যেন কীটনাশক স্প্রে এর আগে মিডিয়ামে moisture থাকে৷ তা না হলে পাতা পুড়ে যাবে। এবং কীটনাশক স্প্রে করার পরদিন খুব সকালে জল স্প্রে করে পাতা ধুয়ে দেবেন।
মাইটসের জন্য ঃ কাকা, ওবেরন, এবাসিন, ওমাইটস, এমাইটস, interpid ভারতে খুব ভালো। এমন অসংখ্যক মাকড়নাশক পাওয়া যায় । বাংলাদেশে ভারটিমেক, সানমেকটিন, ওমাইটস, interpid এসব৷
Thrips এর জন্য ঃ কনফিডর, Admire, Victor super বাংলাদেশে – ইমিটাফ, কনফিডর, Interpid এসব।
আশারাখি এই বিষয় কারো আর কোনো সমস্যা থাকবেনা। যথাসম্ভব বলার বুঝিয়ে বলার চেষ্টা করেছি। সবাইকে অনেক ধন্যবাদ রোজকেয়ারের সাথে থাকার জন্য ❤️💗🙏
Scroll to Top