নিচের গাছটিকে ডরম্যান্সি করানো খুব কঠিন কারণ গাছটা মোটা পাতার জন্য নাইট্রোজেন হোল্ড করে থাকে আর ডিসিস রেসিস্টেন্স এর জন্য পাতা নষ্ট হয় না তাই ফুল দমে সালোক সংশ্লেষ করে চলে। খাবার বন্ধ করলে ডাই ব্যাক নেয় তাই এটাকে ডরম্যান্সি করতে হলে গোড়ায় কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন। গাছটার নাম লাভ। যারা বলেন এটা খুব সহজ গাছ, এবার তাদের নিশ্চই লাভ এর ১০০ ফুল দেখবো।