Kolkata Rose র dormancy কথা

===========
প্রথমত বলে রাখি গোলাপ গাছের Dormancy বা পুরোপুরি ঘুমন্ত অবস্থায় বিষয়টা নিয়ে আলোচনা করা Lower Bengal এ অনেকটা সোনার পাথরবাটি মতন অবস্থা, বিদেশের গোলাপ গাছের স্পিসিসের 3০০ বছর আগেকার শীতঘুমের genetical factor এর ইতিহাস আলোচনা করার এখানে কোন চেষ্টাই নেই, বা সে ইচ্ছেও নেই, বহু নতুন ছেলেকে দেখছি সেই 20 বছর ধরে, সারাবছর ভাল গাছ কোরে এ সময় প্রকৃত অর্থেই হারিয়ে যায়, আবার অনেকে প্রকৃতই অসাধারণ গাাছ করে কিন্তু ফুল ফোটাতে পারে না, একটি টবের গোলাপ গাছ তৈরি করা এবং সেই গাছ থেকে উন্নত মানের ফুল ফোটানো দুটো দুই মেরুর পার্থক্য, ভাববার কোন অবকাশই নেই গরমকালের গাছের বাড গুনে শীতকালিন ফুলের সংখ্যার আন্দাজ করা যায়, প্রকৃত অর্থেই আমাদের বাংলায় দীর্ঘদিন ধরে চলমান বর্ষা বিদায় নেওয়ার পরে হটাৎ শীতের আগমনে দিন ও রাত্রের temperature তারতম্যের জন্য কখনোই পুরোপুরি ডরম্যন্ট অবস্থায় গাছ আসে না, এটাও দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন temperature সাথে সাথে এই সময়টা বা পর্যায় ওঠানামা করে, উদাহরণস্বরূপ বলা যায় পুনা মহারাষ্ট্রের একটা সিজিনে দুই দুবার ফুল পাওয়া যায় আবার উত্তরাখণ্ড, দিল্লীর সাইডে অক্টোবরের শেষ থেকেই গোলাপের মরশুম শুরু হয়ে যায়, তবে এটাও ঠিক বাংলার এই ঋতু বৈচিত্রর মাঝে বাৎসরিক ফুল দেওয়ার আগে প্রত্যেক ধরনের ফুল গাছ কিছুটা হলেও বিশ্রাম করে, বা ঘুমোতে যায়, এটা একটা Survival strategy , এটা সব গাছের normal ব্যাপার ,তবে একথা বলা যেতেই পারে বাৎসরিক ছাঁটাইয়ের আগে এই সুপ্ত অবস্থাই একান্ত কাম্য , কারণ এই অবস্থার পুনিং এর পর যে ফুলের ঝাঁক আসে সেটাই কিন্তু শ্রেষ্ঠ ঝাঁক,
কিন্তু ‘কেন’ ও ‘কি প্রকারে’ ?
এটা ১ বছর বয়সী গাছেদের ক্ষেত্রে সারা বছর প্রচুর জল স্প্রে ও রুট জোনে high moisture রাখার দরুন পরিষ্কার বোঝা যায় না, কারন সেই গাছ primary Growth এ নতুন fibrous Root এ দাড়িয়ে থাকে, দু বছর বয়স্ক গাছের স্বাভাবিক ভাবেই পাতা দেখে বোঝা যায় যে গাছ কিছুটা হলেও বিশ্রাম করে বা করার চেষ্টা করে বা ঘুমোতে যায়,যাদের বোঝা যায় না বা কোন symptoms দেয়না ? তাদের ক্ষেত্রেই টবের গাছের force dormancy অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে হয়,
একটা গাছ সুপ্ত থাকাকালিন প্রচুর কার্বোহাইড্রেট উৎপন্নকোরে গাছের কান্ডে, রুটে ,পাতায় রপ্তানি করে, ফলে সে সময় সহজে অদ্রবণীয় গ্লুকোজের বেশি ঘনত্ব পুরনো পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিক্রিয়া ঘটাতে পারেনা,কারন তখন পাতার community kitchen ঘর কিছুটা হলেও বন্ধ, ফলে গাছের রেচন পদার্থের মাধ্যমে পুরনো পাতা ত্যাগ করে শুধু মাত্রToxic থেকে বাঁচার চেষ্টায়,আমাদের আজ আলোচনা ও চেষ্টা কৃত্তিম ভাবে টবের গাছটিকে কিছু mode বা সুপ্ত অবস্থায় নিয়ে যাওয়া যায় কি?
অবশ্যই কতগুলো কৃত্তিম পন্থা অবলম্বন করা যেতেই পারে.
আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি বহু এমন কিছু ভ্যারাইটি আছে তাদেরকে কোনভাবেই Dominate করা যায়না. বা তারা বাধ্য ছেলের মতন কথা শোনেনা, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভ্যালেন্সিয়া এইট্টি নাইন,.Marvelli . ওসিরিয়া, লরা, সাহআলম ,ইত্যাদি, ৩বেএকটা গাছ কে Dominate করা অবশ্যই কাম্য, কারন Show এর timing এর সঙ্গে জড়িত, কারণ কোন বিশেষ show তারিখ অনুযায়ী সেদিনই তোমাকে ফুলটা ফোটাতে হবে, যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেন তারা বুঝতে পারেন এই টাইমিং এর জ্বালা!, উদাহরণস্বরূপ বলা যেতে পারে সমতল বাংলায় জানুয়ারি মাসের 1 তারিখ এবং জানুয়ারি মাসের 10 তারিখ ফুল ফোটানোর মধ্যে প্রচুর পার্থক্য ও চিন্তাভাবনা জড়িয়ে থাকে , সারাবছর চূড়ান্ত পরিশ্রম করে 100 ফুলের গাছ নিজেকেই বাড়িতে বসে দেখতে হবে, 100 জনের মাঝে দেখানোর আনন্দর সুযোগ থাকবেনা বা সেটা তুমি হারাবে, তাই সঠিক হিসেব কষেই তোমাকে ফুলটা ফোটাতে হবে, তাই সারাবছরের পুরো গাছটার চালচলন তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে, বাড়ির জন্য বা শখে যারা গাছটি করছেন তাদের timing বা dormancyনিয়ে এত চিন্তা না করলেও হবে, তাদের একটি লক্ষ্য থাকা উচিত যত ভালোভাবে প্রথম বছরে গাছটাকে বাড়িয়ে নিয়ে নেওয়া যায়,
সঠিক টাইমিং অনুযায়ী ফুল ফোটানো ,এ যে কত বড় স্বর্গীয় আনন্দ বলে বোঝানো যাবে না, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বহু বড় বড় রোজারিওন কে দেখেছি বহু ট্রেন মিস করতে, তবে এখানে একটা কথা বলতে চাই সঠিক ঠিকঠাক জানা থাকলে ৮০% পর্যন্ত টাইমিং করা যায়, আমি নিশ্চিত এ বিষয়ে অনেকেই আমার সাথে একমত হবেন না, বা যেদিনে আপনি ফুল চাইছেন সেদিনই ফোটানো যায়, প্রকৃত টাইমিং যে কি যারা এ বছর ওয়ার্ল্ড ফেডারেশন Rose Show 2020 দেখতে এসেছিলেন আশা করি তারা বুঝেছেন ! যেখানে প্রুনিং এর পরও একদিনের জন্য ওয়েদার সাহায্য করেনি, কোন এক জনৈক ব্যক্তি নিজের হাতে ১২০০ গাছ প্রুনিং করেছিলেন .যদিও এটা তার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল,
তাই আমরা Artificial dormancy করার জন্য কিছু technique অবলম্বন করতেই পারি ,
@প্রথমতো প্রবাহমান সালোকসংশ্লেষের হারকে কম করা , #যেমন মিডিয়াতে তুলনামূলক জল টান দিয়ে,
#পাতা পরিষ্কার না করে কৃত্রিম উপায়ে পাতা অপরিষ্কার গাছে রেখে দাওয়া ,ফলে স্বাভাবিকের থেকে কম Respiration or Breathing কম রাখা,
#এতদিনের চলমান Nutrition ,NPK চাহিদা বা Requirementsঅনুযায়ী আস্তে আস্তে nutrition feeding বন্ধ করা, তুলনামূলকভাবে পুনিং ডেটের 60 আগেই বন্ধ করা যথেষ্ট,
Chemicaly উপায়ে. advanced technique Dormancy
=========
#গাছের রুট জোনএ কপার জাতীয় ওষুধ ব্যবহার করা, কারন গাছের শরীরে বাড়তি অদ্রবনীয় গ্লুকোজ ও শ্বেতসার বা স্টার্চ ক্ষারীয় কপারে(copper oxychloride) ( blitox 2,5 Gm/1L) বিজারিত বা Toxic হয়,
এই কেমিক্যাল গাছের সাময়িক ভাবে fibrous Root এরNew দ্রুত বর্ধনশীল শুধু Root tips or Root Cap (শুধুমাত্র মাথা) অঞ্চল কে কিছু দিনের জন্য মারতে উপযোগী, প্রধান মূলের Storage roots ভাড়ার ঘরের কোনো ক্ষতি করেনা, ( শেষ 20 দিন আগে ),* ভুল কোরে কখনো flowering period চলাকালিন USE করবে না,
#পাতায় Ferrous sulphate 2Gm /1 Lজাতীয় সল্ট প্রায়োগ করে পাতার Abscission layer মোচন স্তর তৈরী করে বয়সের আগেই বয়স্ক করে দেওয়া, (প্রথম থেকেই, সপ্তাহে ১ বার)
কারণ Dormancy পিরিয়ডের শেষ ১০ দিন আগে গাছের পুরনো পাতা Leaf Fallহয়ে পড়ে যাওয়াটা কত বড় উপকার বলে বোঝানো যাবে না,
# রুট জোনে ব্রেকিং সোডার Sodium bicarbonate.( NaHCO₃)ব্যবহার 1Gm/ 3L , ( মিডিয়া টিকে সামান্য ক্ষারীয় করে অসময়ে অ্যান্থোসায়ানিন এর আগমন আটকানো ও সঙ্গে বিদেশের ব্যবহৃত কার্বন-ডাই-অক্সাইড” Carbo Load Liquid” ট্যাবলেট এর ব্যবহারের কাজ করে দেবে, ( ব্যবহার প্রথম থেকেই)
এবার আবারএকটু গাছের ভাড়ার ঘরে উকি মেরে দেখা যাক,
আমরা জানি প্রাথমিক সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল অর্থাৎ কার্বন-ডাই-অক্সাইডের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান পত্ররন্ধ্র দাঁড়া গৃহীত কার্বন ডাই অক্সাইড কার্বন বিজারিত হয়ে রাত্রে উদ্ভিদের খাদ্য অর্থাৎ গ্লুকোজ C6- H12-O6 উৎপাদনে ব্যবহার হয়,
,
#কৃত্তিম উপায়ে Dormancy break এর পর খুব খুশির favourable temperature ( night temperature 25 degree নিচে) দ্বারা দ্রুত সালোকসংশ্লেষ এর হার বাড়িয়ে গ্লুকোজ উৎপন্ন হতে থাকে , এটাও আমরা দেখেছি সে সময় প্রাথমিক অবস্থাতে রুট heavy diet ! পছন্দ করেনা, বিশেষ করে Nitrogen গ্রহন কম করে, প্রয়োগ করলেও গাছ যথাযোগ্য রেসপন্স করে না . আমাদের সে সময় প্রাথমিক রুট ডেভলপমেন্ট এর দিকে নজর দিলে ভালো হয় ,, একটি গাছ ভবিষ্যতের জন্য সবসময় জল ও খাদ্য সঞ্চয় করে, বিশেষকরেTaproot.Leaf.stem.Thorns এসব অঞ্চলে .C6H1206 -H20 -C6 H10 O5( অদ্রবণীয় শ্বেতসার বা স্টার্চ)
সে সময় ভবিষ্যতের খাদ্য সঞ্চয় এর ভাড়ার ঘর থেকে শ্বেতসার বা স্টার্চ নামোক কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো খুব দ্রুত তৈরি বা release না হলে Axillary bud কখনোই flowering bud এর দিকে convert করতে পারে না . অদ্ভুতভাবে গাছেরা ভবিষ্যতের জন্য জমানো আমানত আগামী দিনে নিজের বাঁচবার ও ভবিষ্যৎ প্রজন্মের ( FLOWER )কাজে ব্যবহারিক প্রয়োগ কোরে secondary growth সৃষ্টি করে, (Root Tissue ও Internode stem thickness) কারন secondary root is similar to secondary stem,
আমি এটাও বিশ্বাস করি,
এই পুরো ব্যাপারটা Dark phase এ অতি প্রয়োজনীয় গ্লুকোজ অন্ধকার দশাতেই সৃষ্টি হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এদের বৃদ্ধির হার Regeneration phase সময় রাত্রেই বেশী হয়, এবং পুরো খেলাটাই একটা নাইট্রোজেনের সাথে কার্বনের সম্পর্ক বা অংক আছে, এই অংকতে নির্ধারণ হয় Axillary bud কখন flowering bud এ রূপান্তরিত হবে, এটা অনেকটা মেসির বা পা এর গোলপোস্টের সামনে বল বাড়ানোর মতন, কারণ প্রাথমিক অবস্থাতেই পত্রমুকুল Axillary bud ও পুষ্পমুকুলের flowering bud মধ্যে কোন তফাৎ থাকেনা , অনেকটা সেই Roberto Carlos banana swinging এর ফ্রি কিকের মত, কখন যে জালে বল ঢুকে গেছে কেউ বুঝতেও পারেনি,
আমার ধারণা এটা একটি happy hormone সঙ্গে anthracinum নামক রঞ্জকের যুগল বন্দী পুরো খেলা সংগঠিত করে,
উদাহরণস্বরূপ একটা কথা বলতে পারি প্রচুর seasonal ফুল গাছ আছে যাদের সত্যি সত্যি Dark phase দিলে তাদের ফুল আসার পথ সুগম বা stimulate হয়, যদিও তারা লাইট সেনসিটিভ প্লান্ট, ( short day or long day plants)
এবার আরেকটি প্রশ্ন ,একটি গাছsuitable weather এ
কত তাড়াতাড়ি জমিয়ে রাখা (storage of food)খাবারটিকে ভেঙে এনার্জিতে পরিণত করবে ?বা গোল করবে?
তা নির্ভর করে সেই গাছটির নিজের বিপাক বা মেটাবলিজ়মের BMR এর বল বাড়ানোর উপর।এটা অবশ্যই সেই ভ্যারাইটির উপর কিছুটা নির্ভর করে, কারণ আমরা দেখেছি এক একটা ভ্যারাইটি এক এক সময় পুনিং এর জন্য রেডি হয়, বা প্রুনিং এর উপযোগী Root development হয়, বহু ভ্যারাইটি আছে সারাবছর সবকিছু সঠিক করেও সঠিক সময় ট্রেন ধরতে পারে না , আমি জীবনে বাধ্য ও অবাধ্য দু ধরনের চরিত্রের গাছ দেখেছি, আবার কিছু গাছের অতি উৎসাহ দেখেছি, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ছাদের সব গাছের একসাথেই কখনোই রুট আসেনা, তাই সেই ভাবে পুরো feeding schedule তোমার ছাদের চরিত্র অনুযায়ী ডিজাইন করতে হবে, কখন কার কোন সময় খাওয়া স্টার্ট করবে, বা তার dormancy break করবে, এটা একটা timing এর প্রধান ও essential শর্ত,
গাছের শরীর যখন বিশ্রাম নেয়, তখনও কিন্তু শারীরিক বিপাক কিছুটা হলেও চলতে থাকে। কর্মক্ষম ও বিশ্রামরত অবস্থায় কতটা বিপাক ক্রিয়া হচ্ছে, তার গড় হিসেব মাপকাটি হচ্ছে মেটাবলিক রেট বা বিপাকের হার। বিভিন্ন variety র মেটাবলিক রেট যত বেশি, তত তারাতারি বেশী কোরে স্টার্চ (storage of food)বার্ন করে। এটা পরিস্কার বোঝা যায় কিছু গাছ প্রচুর পরিমাণে ফিডিং পছন্দ করে, কিছু গাছ মাঝারি ধরনের, কিছু গাছ অল্প খদ্যেই সন্তুষ্ট থাকে, যেমন লাল বাহাদুর, প্যারাডাইস, লাভার্স মিটিং, ভায়া মালা , তাজমহল, এরা অল্পতেই সন্তুষ্ট হয়,
dormancy period চলাকালিন যথাযথ ক্যমিকালের ডায়েটের সাহায্যে ঐ সুপ্তি অবস্থাতেও মেটাবলিক রেটের হার কিছুটা বাড়িয়েও গাছের শরীরে দরকারি রিপেয়ারিং গুলো সেরে ফেলা যায়, ( তার মানে সেই সময় cosmetic growth তখন করে না বা হয় না) উদাহরণস্বরূপ এ সময় ক্যালসিয়াম নাইট্রেটের( calcium nitrate 1GM/1L) grade.15.5 -0 -19. Composition= 14.4% N03
1.1 % Nh4. 19% Ca
এর ব্যবহার আছে বা করা উচিত, কারন শরীর তখন নিজস্ব secondary growth repairing OR Growth Ring. দিকে মনোনিবেশ করতে পারে, আবার calcium আগাম শীতের ফুলের দিনে metabolism বাড়াতে ও ফুলের ডালের secondary growth হতে সাহায্যও করবে, এদিকে nitrate এর nitrogen দুর্বল রুটকে কিছুটা হলেও life saving ভেন্টিলেশনে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, আবার প্রুনিং এর আগে মিডিয়া কিছুটা ক্ষারীয় হওয়ারো দরকার. তাই প্রুনিং এর আগে কখনোই পুরো রুট ড্যামেজ হওয়াটা কাম্য নয়, এটা আমার একান্তই নিজস্ব মতামত ,বহু ছেলেরা যথেচ্ছভাবে রুটের ওপর টর্চার করে ,তাদের সাথে আমি একমত নই, তাই বাৎসরিক প্রুনিং এর আগে আগেই কখনোই আমি রুট প্রুনিং করতে সাজেস্ট করবো না , পরিষ্কার আমি এই পদ্ধতির বিপক্ষে , Ro০t একটা গাছের lifeline , তাকে ignore কোরে কোন কাজ করা উচিৎ নয়, সমতল বাংলায় বর্ষার মাঝা মাঝি এই কাজটা সেরে ফেলতে পারলে ভালো হয় , আগে থেকে তৈরি হওয়া ফ্রেশ রুটের গাছ প্রুনিং না করলে সে গাছ blind shoot দেবেই দেবে,
‘‘তবে একটা কথা খেয়াল রাখবেন, কখনো কখনো সব কোরেও কৃত্তিম dormancy period ফসল ঘরে নাও তুলতে পারেন, কারন কেবল
* সালোকসংশ্লেষ বিপাকের স্লথ গতিই দায়ী নয়,
*জল দেওয়ার পদ্ধতি , ( দিশাহীন. কখনো বেশি. কখনো কম (Garden pipeএর ব্যবহার! )
*প্রকৃতিগত ট্রেস, ( ভাদ্রমাসের চড়া রোদ সঙ্গে মাত্রাতিরিক্ত পাতাতে ব্লাকস্পট acid or sodium rain)
*অসময়ে পাতা পড়া , ( September পাতা বিহীন হওয়া, )
*অসময় রুট প্রুনিং,
*প্রুনিং এর পর অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পাতায় উপস্থিতি সময় উত্তেজক ইনসেকটিসাইড এর ব্যবহার ( ম্যালাথিয়ন, দূসর্বান, প্রফানোফস, অর্গানো ফসফরাসের যাবতীয় মেডিসিন,)
*প্রাকৃতিক গোলযোগ (শেষ October এ বৃষ্টি)
*বায়ু দূষন, ( বাতাসে অত্যাধিক কার্বন ডাই অক্সাইড ও আতশবাজির ধোয়া , )
*মিডিয়াতে পুরনো জমে থাকা জৈব পদার্থের বেশী ব্যবহার,
* দিশাহীন কৃত্তিম হরমন প্রায়োগ,
, *পুনিং এর কিছুদিন আগে এবং কিছুদিন পর উচ্চ যুক্ত মেটাল আলোর নিচে গাছকে রাখা,
* উদ্দীপক কেমিক্যাল insecticides এর ব্যবহার,
* সারাবছর অতিরিক্ত অ্যামোনিয়া সালফেটের ব্যবহার,
*গরমে অ্যামোনিয়া নাইট্রেট. ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার
* গরমে দিনের তাপমাত্রা 32 ডিগ্রীর উপর সোডিয়াম, ক্লেরিন যুক্ত জল ও অত্যাধিক ক্ষারীয় সার এর ব্যবহার,
*মাত্রাতিরিক্ত Nitrogen ও অনিয়ন্ত্রিত NPK ব্যবহার.
এই সবকটি কারণই হলো গাছের সুপ্ত অবস্থার অন্তরায়,
আপনার ক্ষেত্রে এর মধ্যে কোনটি দায়ী? এরকম নানা কারণে আরো সুপ্ত সময় নষ্ট হতে পারে। সেটা খুঁজে বের আপনাকেই করতে হবে, তাহলে ফুল করা আরো সহজ হবে,’’ গাছ করতে গেলে পিএইচডি করার কোন প্রয়োজন নেই, কিন্তু chemical ব্যবহার করে গাছ করবেন তাই একটু পড়াশোনা করতেই হয় , গাছের গায়ে জোঁকের মতন লেগে থাকতে হবে , না হলে দেখবেন আপনার নিজ বক্সে কখন সেম সাইড গোল করে বসে আছেন, মনে রাখবেন পারফেক্ট প্রুনিং করা মানে আপনার বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়া. সেই গুলিটিকে আর আপনি ফেরত আনতে পারবেন না তার direction চেক করতে পারবেন না ,তার এই দশাও চেঞ্জ করতে পারবেন না , তাই বন্দুকের টিগার টেপার আগে দশ বার ভাবুন, কারণ এখানে আপনি কখনোই টবের গাছে মাটির গাছের মতন Dominate force প্রুনিং করতে পারবেন না, এখানে পুরোটাই soft (Light pruning)ডালের modern passing football খেলা, যেটা অনেক বেশি চ্যালেঞ্জিং, ৩বে কোনো ম্যাজিক নয়, পুরোটাই বিজ্ঞানের কাজ ও তোমাদের অবজারভেশন ,এখানে সামান্য একটু আইডিয়া শেয়ার করা হলো মাত্র. এখানে অনেকেই আছেন অনেক অভিজ্ঞ তারা আমার এই ব্যাপার গুলো ignore করবেন , কারণ তারা নিজস্ব পদ্ধতিতে ফুল করেন এবং সেটাও ঠিক ও সঠিক পদ্ধতি , তারা তাদের মতো করে আরোএই ব্যাপারটা বেশি ভালো বুঝিয়ে বলতে পারবেন ,
যারা প্রাথমিক টবে শুরু করেছো এটা একমাত্র তাদের জন্যই, তাদের একটা দিশা মাত্র, যদি সত্যি সত্যিই এটা তোমাদের কাজে লাগে আমরা বেশি খুশি হবো, আগামী দিনে তোমরা আরও অনেক ভালো ফুল করো,, তোমাদের থেকেও আমি আগামী দিনে অনেক কিছু শিখতে চাই. এবং এটা আমি বিশ্বাস করি আগামী দিনে তোমাদের মধ্যে থেকে আমাদের থেকেও অনেক ভালো ফুলগাছ করে দেখাবে, দেখবে গোলাপ কেন কোন ফুল গাছ তোমাকে নিরাশ করবে না, তোমাকে বারবার টেনে ছাদে তুলবেই,
আরো একবার রোজ কেয়ার গ্রুপথেকে সবাইকে ধন্যবাদ,
~~~~~~~~~~~~~~~~~|
এখানে কিছু সঠিক ডরমেন্ট পথে যাওয়ার কিছু গাছের ছবি দেওয়া হল, Reference হিসেবে,

Scroll to Top