India Post Delivery Option

ভারতীয় ডাক ব্যবহার করুন। যাঁরা বই পত্র পত্রিকা ( Printed matter) বিভিন্ন জায়গাতে পাঠাতে চান তাঁদের জন্য এই পোস্ট।
মাত্র ২০ থেকে ২২ টাকায় ভারতের যে কোনো স্থানে পৌঁছে যাবে আপনার প্রেরিত বস্তুটি…
শুধু প্যাকেটের উপর লিখবেন RPB ( Registered Printed Book) ৫০০ গ্রাম পর্যন্ত নামমাত্র মূল্যে।
Track করার সুবিধা আছে, প্রাপক ও প্রেরকের মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
বুক করা মাত্রই মেসেজ পেয়ে যাবেন, প্রাপকের হাতে পৌঁছে যাওয়ার পরও মেসেজ চলে আসবে আপনার মোবাইলে। মেসেজ দু পক্ষই পাবেন।
সাত থেকে দশ দিনের মধ্যে নিশ্চিৎভাবে পাওয়া যায়।
নিচে রসিদের ছবি দিলাম।
দুর্গাপুরের কবি সুশীল নাগ তাঁর ” গদ্য সংগ্রহ ” বইটি ক্যুরিয়ারে মুম্বাই পাঠিয়েছেন, খরচ পড়েছে মাত্র ১৬০ টাকা। ভারতীয় ডাকে যার খরচ পড়তো মাত্র ২০ টাকা।
এই সু্বিধা ব্রাঞ্চ পোস্ট অফিসগুলিতে পাওয়া যাবে না, সাব পোস্ট অফিস বা হেড পোস্ট অফিসে পাওয়া যাবে। হবে না বললে চ্যালেঞ্জ করবেন। আপনার হাতে তো তার জন্য তথ্যাদি তুলেই দেওয়া হল…

Scroll to Top