অনেকটা বাইরে থেকে এসে গরম ঘরে ফ্যান চালালে মানুষের দেহের যে আরাম হয় তেমনি একটা গাছের শরীরেও সেটা হয় , একটা সময় পর্যন্ত গরমকালে দুপুরে গাছে জল স্প্রে করাটাকে অপরাধ বলে ধরা হতো, কারণ তারা বিশ্বাস করতেন গরমকালে গোলাপ গাছ খায় না বা এটাই তার রেস্ট পিরিয়ড এবং গরমের মধ্যে পাতায় জল স্প্রে করা যায়না , আমি বহু ভারতবর্ষের বড় বড় রোজারিয়ান দের সাথে কথা বলে এই ধারণা থেকে বেরিয়ে আসতে তাদের আজও দেখিনি , গরমের সময় মানে দিনের তাপমাত্রা 24ওপর থেকে পাতার চারপাশের জলীয় বাষ্প পূর্ন বাতাস সরে গিয়ে অসংপৃক্ত বাতাস আসে।ফলে পাতা গাছের দেহ থেকে দ্রুত লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয় এবং গাছের নিজ দেহকে শেষ পযন্ত ঠাণ্ডা করবার চেষ্টা করে। কিন্তুএকটা সময়ের পর
আপনার গাছের পাশের বাতাসের মধ্যে বাতাসের ড্রাইনেশ বা humidity of air কারণে Transpiration বা বাম্পমোচনের ফলে জমিয়ে রাখা শেষ পর্যন্ত জলীয় বাষ্পও উবে যায়। ফলে পাতার তাপ বিকিরনের কারণে শরীরের ডালপালা শেকরের মধ্যে বাতাসের উষ্ণতাও প্রচুর বৃদ্ধি পায়। জল স্প্রে সেই উষ্ণ ও অধিক ট্রেস পূর্ন বাতাস সরিয়ে নতুন জলীয়বাষ্প বা অক্সিজেন পূর্ণ ওয়াটার বাবেলস বাতাসকে গ্রহন করে,, ফলে গাছের শরীরে ঘাম সহজে বাষ্পীভূত হয়! ( হ্যা গাছের শরীরেও পাতাকে ঠান্ডা রাখার শেষ অব্দি চেষ্টা করে ঘাম বা লীনতাপ উৎপন্ন করে) এতে শরীর হতে সুপ্ততাপ নিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করে, এই ঘটনা বা stress এ কবলে যদি বার বার একটি গাছের সাথে ঘটে তাহলে তার মেসোফিল কলার জাইলেমের স্থান ক্ষতিগ্রস্ত হয়,ফলে গাছের গোড়ায় সঞ্চিত হওয়াNPK এর পরিবহন short distance transport দেখা যায়, ফলে সেই গাছটির সে সময় যে সুট গুলো বের হয় সেগুলোও দুর্বল প্রকৃতির হয়, দূর অব্দি Npkপরিবহনে অক্ষম হয়ে যায়, আমি পরীক্ষা করে দেখেছি গরমকালে জল স্প্রে ছাড়া কোন গাছে খাওয়ার দিলেও সে গাছ খাদ্য (Mineral salts) গ্রহণ করতে অসমর্থ হয়, ইদানিং যেখানে জলে যোগান কম সেসব দেশে বাষ্পমোচন প্রতিরোধী কৃত্তিম ময়েশ্চারাইজার পদার্থ কিছু বিদেশে ব্যবহার হচ্ছে, যেমন সিলিকন ইমালসন. ডাইনাইট্রফেনল ,.coco-Glucoside . sodium benzoate ইত্যাদি , তবে অতো শত না ভেবে আপনারা মাঝে মাঝে একটু শ্যাম্পু মিশিয়ে স্প্রে করে দিতে পারেন তাতে একই কাজ পাবেন, এতে একরকম ময়েশ্চারাইজারের স্তর সৃষ্টি হবে ও সঙ্গে পাতায় জল ধরার হোল্ডিং ক্ষমতা অবশ্যই তাতে বেড়ে যাবে, তবে একটা কথা সবসময় মনে রাখবেন সমস্ত ভ্যারাইটি কিন্তু প্রচুর পরিমাণে জল স্প্রে করা পছন্দ করেও না,