Downymildew

( ডাউনি মিলডিউ)ছবিতে যেটা দেখছেন। Blackspot না। এটা দেখতে অনেকটা black spot এর মতো হয় তবে spot টা একটু বড় বড় হয় ডিপ বাদামি রং এর ছোপ ছোপ দাগ সাথে পাতা পোড়া পোড়া ভাব থাকে। ডাল,,, পাতা সব জায়গায় হতে দেখা যায়। ডালে যেগুলো হয় নিচের ছবিতে দেখতে পাবেন ঠিক ওইটার মতো। পেরোনোস্পোরা প্যারাসিটিকা ছত্রাক দ্বারা সৃষ্ট হয় এই ডাউনি মিলডিউ। এই ছএাক ৭-১০ দিন সময় নেয় তার জীবনকাল পরিচালনা করতে, তাই এই ছত্রাকে সহজে মারা যায়না, একবারে মারতে পারবেন না। কয়েকটা ছএাকনাশক রোটেশন আকারে ব্যবহারের মধ্যেমে মারতে পারবেন। এটা সাধারণত শীতেই বেশি দেখা যায়। হঠাৎ আবহাওয়া পরিবর্তন ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, বাতাসের আদ্রতা বেশি, মেঘলা আবহাওয়া, রোদের অভাব এমন সব আবহাওয়ায় এই ছত্রাক তার প্রভাব বিস্তার করে। এছাড়া বায়ু চলাচলে সমস্যা হলে, রোদ গাছের সব জায়গা সঠিক ভাবে পৌঁছাতে না পারলে, গাদাগাদি করে গাছ রাখলে এটা হবেই। যেমন এখন যে কোনো Nursury তে যাবেন দেখতে পাবেন এই রোগ আছে। একটা গাছে হলে বায়ুর মাধ্যমে সব জায়গা ছড়িয়ে পড়ে, বৃষ্টি বা জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। Chlorothalonil 75% wp জাতীয় ছএাকনাশক যেমন – Tata ishaan, kavach( সিনজেনটা) , এবং mancozeb জাতীয় ছএাকনাশক খুব ভালো কাজ করে। তবে এর সাথে score, Amister top এগুলোও ব্যবহার করলে ভালো হবে ৪ দিন ব্যবধানে ৪ টা ছএাকনাশক। তবে যে পাতা একবার খারাপ হয়েছে বা ডাল তা আর ঠিক করা সম্ভব না। এমন ছোপ দাগ পাতায় দেখা দেওয়া মাএ ছিঁড়ে ফেলবেন এবং সাথে সাথেই এই ৪ টা ছএাকনাশক ঔষধ ব্যবহার করবেন ৪ দিন ব্যবধানে। Nursury থেকে গাছ এনে আপনারা আপনাদের পুরাতন গাছের সাথে রাখবেন না দূরে রাখবেন সুস্থ সবল করে পড়ে কাছাকাছি রাখবেন। রাতে পাতায় জল স্প্রে করবেন না এই শীতকালে, আবহাওয়া খারাপ থাকলে জল স্প্রে করবেন না। তাতে এই ছএাকের বংশবিস্তার করতে সহজ হবে। এখন এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে জলকে নিয়ন্ত্রণ করেন গাছ সুস্থ সুন্দর থাকবে। গোলাপের জগৎ এ একটা কথা আছে জলের মাপ বুঝতে পারলেই গোলাপ হবে, আসলে এখানে মিডিয়ামের জলের মাপকে শুধু বোঝানো হয়না। জলের টিডিএস, পিএইচ, ইসি, শাওয়ারিং টাইম, ছএাকনাশক, কীটনাশক, ফলিয়ার ফিডিং দেখেন সব জায়গায় জলের মাপ আর তার সঠিক পদ্ধতি ও পরিমাপ নিয়ন্ত্রণ করতে এই জলে গোলাপ জগৎ এ আসলে জিনিস হিসাবে বলা হয়। এই মাপ সঠিক মানে গোলাপ হবে। এই ছএাকজনিত সমস্যার কারণ আমরা নিজেরাই। তাই এটা নিয়ন্ত্রণ করতে শিখুন। অবশ্যই গাছকে যতটা সম্ভব ফুল সানলাইট এ রাখার চেষ্টা করবেন। অনেকাংশে রোদ বালায় কম হবে এবং গাছের সংখ্যা বেশি বাড়াবেন না দূরত্ব বজায় রেখে গাছ রাখবেন। ধন্যবাদ 🙏

Scroll to Top