




সবাই ১ নং ছবিটা খেয়াল করবেন এটাকে blindshoot, over dose of nitrogen, deficiency of nutrition এসব ভাবতে পারেন। বেশির ভাগ সময় blind shoot বলেই মনে করি। আসলে এটা chilli thrips attack. থ্রিপসের জীবনচক্র পাঁচটি স্তর নিয়ে গঠিত: ডিম, লার্ভা, প্রিপুপাল, পুপাল এবং প্রাপ্তবয়স্ক। ফিমেল প্রাপ্তবয়স্ক থ্রিপস ৩০ দিন পর্যন্ত বাঁচে এবং প্রতিদিন গড়ে ২-১০টি ডিম পাড়ে। ২০ডিগ্রি সেলসিয়াস তাপমাএ তাদের জন্য খুব উপযুক্ত পরিবেশ breeding করার জন্য তবে সারাবছর এদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা বংশ বিস্তার করে। ডিম থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রায় ১৯ দিন সময় লাগে। ডিমগুলো ফুল, পাতা, ডালে লেগে থাকে। আর সেটা খালি চোখে দেখা যায়না। আর এই ডিম থেকে লার্ভা হয় সেটা একটু বড় হতেই গাছের খুব ছোট কচি পাতা ও ছোট বাডের মুখগুলোতে আক্রমণ করে তার রস খেয়ে ফেলে। কারণ তারা ছোট থাকে ওই সময় লাল বড় পাতা থেকে রস খাওয়ার মতো শক্তি তাদের হয়নি। ওই গুলো পরিপূর্ণ বয়স্ক থ্রিপস এসে রস খায়। এই chilli thrips এর জন্য অনেকের বাড আই pruning এর আগেই নস্ট হয়ে গিয়েছে। আর সেটা একটা গোলাপের ফুলের সাইকেলে অনেক বড় বাঁধা সৃষ্টি করে। সারা বছরের পরিশ্রম এক রাতেই শেষ করে দিতে পারে এরা। এই লার্ভা ডিম থেকে বের হওয়ার পর পাতায় বা ডালে balance করতে না পেরে মাটিতে পড়ে যায়, তারা মাটিতে থাকা জৈব পদার্থের কিছু অংশ খেঁয়ে বেঁচে থাকে। তাই বলে মিডিয়ামে আপনারা কীটনাশক স্প্রে করবেন না। থ্রিপসের এই যে লাইফ সাইকেল একবারে আপনি মারতে পারবেন না৷ নিয়ম মাফিক কীটনাশক স্প্রে করলেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। blindshoot, over dose of nitrogen, deficiency of nutrition এসব ভাবতে পারেন। বেশির ভাগ সময় blind shoot বলেই মনে করি। আসলে এটা chilli thrips attack. থ্রিপসের জীবনচক্র পাঁচটি স্তর নিয়ে গঠিত: ডিম, লার্ভা, প্রিপুপাল, পুপাল এবং প্রাপ্তবয়স্ক। ফিমেল প্রাপ্তবয়স্ক থ্রিপস ৩০ দিন পর্যন্ত বাঁচে এবং প্রতিদিন গড়ে ২-১০টি ডিম পাড়ে। ২০ডিগ্রি সেলসিয়াস তাপমাএ তাদের জন্য খুব উপযুক্ত পরিবেশ breeding করার জন্য। ডিম থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রায় ১৯ দিন সময় লাগে। ডিমগুলো ফুল, পাতা, ডালে লেগে থাকে। আর সেটা খালি চোখে দেখা যায়না। আর এই ডিম থেকে লার্ভা হয় সেটা একটু বড় হতেই গাছের খুব ছোট কচি পাতা ও ছোট বাডের মুখগুলোতে আক্রমণ করে তার রস খেয়ে ফেলে। কারণ তারা ছোট থাকে ওই সময় লাল পাতা থেকে রস খাওয়ার মতো শক্তি তাদের হয়নি। ওই গুলো পরিপূর্ণ বয়স্ক থ্রিপস এসে রস খায়। এই chilli thrips এর জন্য অনেকের বাড আই pruning এর আগেই নস্ট হয়ে গিয়েছে। আর সেটা একটা গোলাপের ফুলের সাইকেলে অনেক বড় বাঁধা সৃষ্টি করে। এই লার্ভা ডিম থেকে বের হওয়ার পর পাতায় বা ডালে balance করতে না পেরে মাটিতে পড়ে যায়, তারা মাটিতে থাকা জৈব পদার্থের কিছু অংশ খেঁয়ে বেঁচে থাকে। তাই বলে মিডিয়ামে আপনারা কীটনাশক স্প্রে করবেন না। থ্রিপসের এই যে লাইফ সাইকেল একবারে আপনি মারতে পারবেন না৷ নিয়ম মাফিক কীটনাশক স্প্রে করলেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। imidacloropid জাতীয় কীটনাশক ব্যবহার করলে এদের দমন করা সম্ভব। লিটারে ১ মিলি দিলেই যথেষ্ট। যাদের গাছের নতুন পাতা ৫ নং ছবিটার মতো থ্রিপসের জন্য কালো হয়ে গিয়েছে তারা ৫ দিন অন্তর অন্তর ৪ বার কীটনাশক ব্যবহার করবেন। তারপর থেকে সপ্তাহে ১ বার। nutrition deficiency এবং over dose of nitrogen, micronutrient deficiency, very low amount of pottasium এমন সব কারণে ছোট কুড়ি ( একটা সাবু দানার থেকেও ছোট) হলুদ হয়ে ঝরে যায় এটা কেউ লক্ষ্য করেছেন কিনা জানিনা। খুব কম সংখ্যক কুড়ি এমনটা হয়।
বাংলাদেশে থেকে এটা আমার কাছে আমাদের Group এর একজন সদস্য জানতে চেয়েছিলেন এবং কয়েকটা পোস্টে আমি এটা দেখেছি একই সমস্যা তাই আজ এই পোস্টটা করলাম৷ Blindshoot আর এটার মধ্যে অনেক ব্যবধান আছে। কঠিন কোন ভাষা ব্যবহার করিনি খুব সহজ ভাষায় লিখেছি আশা করি সবাই বুঝতে পারবেন৷ অনেক ধন্যবাদ সবাইকে
সবার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও

অভিনন্দন
সুস্থ সুন্দর ১০ টা ফুল হোক এটায় রোজকেয়ারের মূল উদ্দেশ্য