



অনেকের গাছেই একই অবস্থা,,হলুদ পাতা,,,,এই ছবির মতো নিচের পাতা হলুদ হয়ে গিয়েছে,,, এইটা আসলে ম্যাগনেসিয়ামের অভাব আর সেটার মূল কারণ হলো অধিক পরিমাণে পটাশিয়ামের ব্যবহার এবং মিডিয়াম বেশি এসিডিক রাখা বা Low ph এর জন্য। তবে আসল কারণটায় হলো পটাশিয়ামের অধিক্য। কারণ যেহেতু শীত ফুলের মৌসুম,,,পটাশিয়াম ব্যবহার বেশিই হচ্ছে আর যারায় এই পরিমাণ অতিরিক্ত করেছেন তাদের গাছেই ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিচ্ছে,,, কিছু লোক ধরতে পেরে ম্যাগনেসিয়াম দিচ্ছেন তাও কাজ হচ্ছে না
কারণ? পটাশিয়াম তো কমাতে হবে
,,,,না হলে কি লাভ বলেন। হলুদ পাতার হাজারটা কারণ থাকে তবে আবহাওয়া অনুযায়ী হিসাব করলে অনেকের গাছেই একই রকম সমস্যা দেখা দেয়,,, এবং তার উদাহরণ গ্রুপ এ দেখা যায়। এর জন্য অবশ্যই পরিমিত পরিমাণে পটাশিয়াম ব্যবহার করেন,,, গোলাপ তার চাহিদা অনুযায়ী আচরণ দেখাবে,, অধিক্যকে সদরে গ্রহন করবে না। মিডিয়াম বেশি এসিডিক করতে এই এসিডিক মিডিয়ামে গোলাপ ভালো হয় এই বিষয় মানতে গিয়ে অতিরিক্ত ভিনেগার ব্যবহার করবেন না মিটার ব্যবহার করে পিএইচ চেক করেন। ৬.৫ পিএইচ রাখেন। কম বেশি করবেন না। জলকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ আবহাওয়া দৈনিক পরিবর্তন হয় সেটা মাথায় রেখে জল দেবেন। এখন কখনও জল টানছে বেশি আবার কখনও কম। ভীষণ সেনসেটিভ আবহাওয়া। গাছে কম বেশি সবার ফুল হয়েছে সময় অসময়ে ফুল এসেছে এর ও একটা ধকল আছে এটার জন্য এখন গাছ অনেকটায় দূবল আছে।


৪ নং ছবিটা দেখেন এটা হলো পটাশিয়ামমের অভাবজনিত কারণে হচ্ছে,, আর এটার কারণ খাবারে পটাশিয়ামের অভাব তবে আরেকটা মূল কারণ হলো লং লাস্টিং ফুল গাছ গুলোতে বেশি দিন ফুল ফুটে আগে,,,শুকিয়ে যাচ্ছে তাও কাটেননি এমন গাছ গুলোতে এটা দেখতে পারবেন,,, মিলিয়ে নেবেন। একটা ফুল আসার পর তার সবটা দিয়ে ফুল বা তার সন্তানকে সুস্থ সবল রাখার চেষ্টা করে এটা মায়ের মতো এর কারণে অনেক ধরনের অভাব গাছে দেখতে পাবেন এসময়। তার জন্য সবাইকে বলবো লং লাস্টিং ফুল অনেক দিন গাছে থাকলেও তার সৌন্দর্য কমে গেলে কেটে ফেলবেন। আবার একটু খাবারদাবার দিয়ে গাছকে সুস্থ সবল করে আবার ফুল নেবেন। পরিমিত মাএায় সব খাবার ঔষধ ব্যবহার করবেন,, সবাই ভালো থাকবেন,,, সুস্থ থাকবেন,,, নিয়ম করে মাকড়নাশক ও কীটনাশক ঔষধ ব্যবহার করবেন,, দৈনিক পাতার নিচটা খেয়াল করবেন মাকড় আছে কিনা,,, গোলাপের পাতা সকাল বিকাল চেক করেন সব কিছু ধরতে পারবেন শিখতে পারবেন।
আবার একটু গোড়াতে 02 ব্যাপারটা লেখাতে থাকলে সর্বাঙ্গ সুন্দর হোতো, কারণ অনেকে অত্যধিক মাত্রায় নাইট্রেট ব্যবহার করার মিডিয়া শক্ত হয়ে যায় ,ফলে অক্সিজেন ঢুকতে পারে না এটাও একটা কারণ এর মধ্যে কারণ হতে পারে, আমার মনে হয়,
মাটিতে নাইট্রেট বেশি ব্যবহারে মাটি শক্ত হয়ে যায় সেটা আগের ২ টো পোস্টে বলেছি। এখন সবাই পটাশিয়ামে মনোযোগী,,,,নাইট্রেট ব্যবহারের ফলাফলের চিত্র দেখিনি তাই লিখিনি। পটাশিয়াম নাইট্রেট এখন তেমন কেউ বেশি ব্যবহার করছে না February তে করবে ব্যাসাল লং করতে
,,,
