বিগত বছর গুলোর তুলনায় এবছর গাছে অতিরিক্ত পটাশিয়ামের অভাব দেখা দিচ্ছে। মিডিয়ামে oxygen এর অভাব দেখা দিচ্ছে,,,, বিশেষ করে সয়েল মিডিয়ামে যারা গাছ করছেন। এর অন্যতম কারণ এখন অনেকের কাছে সিনডার মিডিয়ামের বেকার কিছু ভুলভাল ফরমুলা,, আছে। আপনারা সংগ্রহ করেছেন এবং নিজের অজান্তে কিছু মানুষের কথায় অধিক পরিমাণে ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করেছেন। এসবের প্রভাব কতদূর পৌঁছে গিয়েছে কি আর বলবো। গাছের অবস্থা গুরুতর। সয়েল এ সাধারণ খাবার দিয়ে গাছ করেন। খৈল, ডিএপি, সুফলা, এনপিকে, সালফেট জাতীয় খাবার ব্যবহার করেন। খুব সুন্দর গাছ হবে। এই হলুদ পাতা আটকাতে যে টুকু শক্তি ছিলো গাছের লাগাদার ছএাকনাশক ঔষধ ব্যবহারের ফলে তা হারাতে বসেছে। আপাতত এসব খাবার বন্ধ করেন। পাতা পড়লে ভয় পাবার কিছু নেই। আবার নতুন পাতা আসবে কিছু দিনের মধ্যে। উপরের মাটি একটু আলগা করে দেবেন,, তাতে oxygen এর অভাব কিছুটা কমবে। দিনের কিছুটা সময় মাটি শুকনো রাখার চেষ্টা করবেন,, তাতে মাটিতে oxygen level বাড়বে এবং জলের সাথেও oxygen সঠিক ভাবে রুটে পৌঁছাতে পারবে। একমাত্র এখন বৃষ্টি হলে এটা খুব দ্রুত ঠিক হয়ে যেতো। এটা আমি আপততো উপায়টা বলে দিলাম। আসল গেমটা বৃষ্টি খেলবে। তবে,,,নাইট্রেট ব্যবহারের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ সিনডার আর সয়েল এক জিনিস না। ২টো মিডিয়ামের পরিচালনা একদম আলাদা৷ এই বছর সবার গাছের Disease resistance power খুব কমে গিয়েছে,, আবহাওয়া হঠাৎ পরিবর্তন,, গাছকে দিশাহীন করে দিয়েছে। গাছ একটা রিদম অনুযায়ী চলতে বেশি পছন্দ করে,,কিন্তু সেটা হচ্ছে কোথায়। এর সাথে শুরু হয়ে গিয়েছে মাইটস এর ভয়াবহতা,,, কোন ভাবেই এই ঔষধ দেওয়া মিস করা যাবেনা,, মিস করলে এই মাইটস কোন ভাবেই বাগান থেকে তাড়াতে পারবেন না। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো.
Topu bhai darun guidence habe tomar ai poste – bigato tomar poster ney atio amar save liste chole alo …
Tomar parmarso mato gach aste aste response korche- achha abar ki khabar change korbo?
19:19:19 – continue korchilam- aj 1 tu khol jol khaoalam.
Majhe Agromin Max khaiachi.
Abar ki 13:00:45/00:52:34- a jabo- karon gach blind shoot nichhe- abossoi tumi ar Blind shooter oporeo post kore rekhecheo..
1gm-13:40:13+ 1 gm Epsum salt/1 L tai to?