Cure for Rose

নাইট্রোজেন আর সালফার জাতীয় সার অধিক পরিমাণে ব্যবহারের ফলে Food toxicity হয়েছে। সালফার আর নাইট্রোজেন দুইটাই খুব বেশি দেওয়া হয়েছে তার কিছু symptoms দেখা যাচ্ছে। জলও সঠিক ভাবে না শুকিয়ে আবার জল দেন তার জন্য রুটের ও সমস্যা আছে। যেহেতু গাছের কোনো Growth নেই। রুটের সমস্যা আছে অনেক। আর পাতা যেগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে। সেইগুলো গাছে কিছুদিন আগে মাইটসের সমস্যা হয়েছিলো। ওই মাইটস পাতা ছিদ্র করে ফেলে খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। ওরা সাধারণত পাতার মাথায় বেশি আক্রমন করে। যার ফলে ওইখানে দৈনিক জল লাগতে লাগতে পাতা পচা শুরু হয় ফাংগাল সমস্যার জন্য। যে পাতা গুলো এমন হয়েছে একটু ছিড়ে ভালো করে দেখবেন ছিদ্র গুলো দেখা যাবে। মনে হবে পিন দিয়ে কেউ ছিদ্র করেছে। এই পাতা গুলো ছিঁড়ে ফেলবেন। আর যে পাতা গুলো র চারপাশ হলুদ ওইগুলো ওভাবেই থাক। সবাই নাইট্রোজেন গাছ কিভাবে Storage করে দেখেন। এমন হয়ে যায়। এখন কোনো ফিডিং করানো যাবে না৷ মোটামুটি ৪৫ দিন এমন অবস্থায় থাকবে৷ শুধু জল দেবেন। বৃষ্টি যত হবে গাছ ততো তারাতারি রিকভার করবে। কারণ মাটির গাছে Food toxicity হলে একমাত্র বৃষ্টির জলই পারে তা ঠিক করতে। রুট যাতে করে লুকানোর জায়গা পায় তার জন্য গাছের উপরের দিকের মাটি ২ ” তুলে শুধু মাটি দিয়ে আবার ভরাট করে দেন। তারফলে বৃষ্টি হলে কিছু রুট এই নতুন মাটিতে এসে লুকাবে আর গাছের অনেকটা ধকল কমাতে পারবে। পরে যখন Food toxicity সেরে যাবে তখন গাছ আবার ঠিক হয়ে যাবে। রুটকে সেভ করতে এইটা করতে হবে। Intrepid ১ মিলি ১ লিটার জলে সপ্তাহে ১ বার ব্যবহার করবেন। আর ১৫ দিন অন্তর ছএাকনাশক দেবেন৷ কোনো খাবার চলবে না৷ আবার নতুন পাতা বের হলে তার ১৫ দিন পর থেকে খাবার দেবেন। তাতে গাছে যে খাবার সংরক্ষণ করে বসে আছে তাতেই কাজ চলে যাবে। Hydrogen peroxide 2 ml ১ লিটার জলে সপ্তাহে ১ বার দেবেন। food toxicity হলে গাছে আসতে আসতে oxygen এর সমস্যা দেখা দেয়৷ এইগুলোই করেন৷ পরবর্তীতে আপডেট জানাবেন। আর কোনো গাছকে over feeding করাবেন না৷

 

dada hydrogen peroxide dile ki Hobe??
Scroll to Top