গাছ টা আদৌ প্রুনিং এর জন্য তৈরি কিনা

প্রথমত: প্রুনিং এর আগে পরে কি করা উচিৎ না জেনেই গাছ কেটে দেওয়া মারাত্মক ভুল সিদ্ধান্ত। গাছ টা আদৌ প্রুনিং এর জন্য তৈরি কিনা সেটা না ভেবেই কেটে দেওয়া, অনেক বড় অ্যালার্ট করার পর ও অভিজ্ঞ দের কথায় অনেকেই গুরুত্ব দেন নি। সারা বছর এখানে যা আলোচনা হয় আর যা যা পোস্ট করা হয় তার সিকিভাগ ও কেউ ফলো করেন কিনা আমার ডাউট আছে। তাহলে এই আলোচনার ভবিষ্যতে আর প্রয়োজন নেই। এই গ্রুপ এর নাম টাও রোস কেয়ার রাখার প্রয়োজন নেই।
দ্বিতীয়ত: আপনাদের গাছ ভালো হলে আনন্দ আপনি পাবেন। আমরা সাহায্য করতে পারি শুধু কিন্তু আপনারা বোধয় সেটা চান না। কিছু গাছ আমি গত ৩-৪ দিন দেখেছি যার পাতা কুকড়ে যাচ্ছে, বাড আই খোলেনি ইত্যাদি। এই বেসিক জিনিস গুলো এখানে বহুবার আলোচনা হয়েছে এবং যাদের এরম হচ্ছে তারা একদম নতুন মেম্বার নন।
একটা গাছ ৭-৮ মাসেও ম্যাচুয়োর হয় আবার ২ বছরেও হয়।

Sanjoy

দা অনেক অনেক বার বলেছেন যে গাছ কে প্রথম বছর গ্রোথ নেওয়া উচিত কিন্তু কারো গাছ দেখে মনে হল না যে তারা এবছর ফ্রী ফ্লাওয়ারিং করার জন্য ছেড়ে দিয়েছেন। গাছ দেখে বুঝতে হবে প্রুনিং হবে কিনা আর না বুঝলেও আমরা গাছ দেখে অনেক বার বারণ করা সত্ত্বেও অনেককে দেখেছি যে প্রুনিং করে অন্য গ্রুপে গিয়ে পোস্ট করেছেন। আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, যেখানে খুশি পোস্ট করুন কিন্তু সারা বছর আর টেকনিকাল আলোচনা হবে না, অন্তত আমি তো আর নেই, আমায় মাফ করবেন।

তৃতীয়ত: প্রুনিং করে ফেলা মানে “বন্দুকের ট্রিগার চেপে দিলেন আর গুলি ফেরত আসবে না” এটা একজন বিখ্যাত মানুষের কথা। অনেক সময় গাছ রেসপন্স করে না প্রুনিং এর পরে কারণ অনেক হতে পারে যেমন: অপরিণত রুট, অপরিণত গাছ, অতিরিক্ত জল বা কম জল, বেশি খাবার আরো অনেক কিছু। প্রুনিং করার আগে ও পরে কিকি করা হয় সেটা না জেনে গাছ কাটা ঠিক না তার চেয়ে গাছ কে ফ্রী ছেড়ে দিলে অনেক বেশি ফুল করবে। ঘেঁষে গাছ করা বেশ কঠিন, আমি আজও বলবো। যারা সহজ পধ্যতি জানেন তারা হয়তো সহজে আপনাদের বলে দিতে পারবেন🙏
নীচে দেওয়া গাছটা ১ বছর বয়স, অনেক ফুলের ডাল আছে কিন্তু তাও প্রুনিং করবো না, এই সিদ্ধান্ত আপনাদের যে কি করবেন আর কি করবেন না। যদি অন্যায় কিছু বলে থাকি তাহলে নিজগুণে ক্ষমা করে দেবেন।
Scroll to Top