“লাভ” গ্রান্ডিফ্লোরা

প্রথমত লাভ এমন এক ভ্যারাইটি যাকে ভালো না বাসলে করা যায় না। আমার দেখা আজ পর্যন্ত বেস্ট বাই কালার যাকে ট্রু বাই কালার ও বলা হয়। এটি একসময়কার বেস্ট আমেরিকান রোস (ARS)
প্রাইম এ পড়লে যেকোনো ফুলকে কুপোকাত করা কোনো ব্যাপার না।
কিকরে ভালো লাভ করা সম্ভব?
লাভ একটি ফাস্ট গ্রোইং ভ্যারাইটি, যাকে খুব সহজে বড়ো করা যায় কিন্তু কিছু নিয়ম কানুন মেনে:
১. সারাদিন ৫-৬ ঘণ্টা রোদ না পেলে এই গাছ কে ভিগোরাস করা অসম্ভব। ভীষণ আদ্রতা পছন্দ করে আবার সাথে জলের সেনসিটিভ কারণ অতিরিক্ত রুট হওয়ার কারণে বার বার জল দিতে হয়। কিন্তু পরিমাণের বেশি জল হলে পাতায় ফ্যাকাশে হলুদ ছোপ আসে। ভীষণ স্প্রে পছন্দ করে (খাবার ও জল)
২. ভীষণ pH সেনসিটিভিটি থাকার জন্য মাঝে মাঝে পাতার শিরা উপশিরা গুলি জালের মতো দেখা যায়, সেক্ষেত্রে একটু ভিনিগার এর প্রয়োগ করতে হয় বা ম্যাগনেসিয়াম সালফেট ১ গ্রাম/লিটার দিতে হবে।
৩. মোটা চামড়ার মতো পাতা হওয়ার কারণে দীর্ঘস্থায়ী হয় এবং কোনো ফাঙ্গাস লাগে না তবে থ্রীপস ও মাইট এর সমস্যা হয়। মোটা পাতা সহজেই খাবার দীর্ঘদিন ধরে রাখে। পাতায় কপার জাতিও ওষুধের প্রয়োগ বেশি দরকার পড়ে না আর না করাই ভালো। অতিরিক্ত কাটা থাকার ফলে স্কেল এর একটা সম্ভাবনা রয়েছে। টবের গাছে ৭-৮ টা ব্যসল্ সুট হওয়ার খুব প্রবণতা আছে।
৪. লাভের একটু তারা তারি বয়েষ হওয়ার প্রবণতা হয় তাই ৭-৮ মাসের পুরোনো ডাল দেখে অনেক দিনের ডাল মনে হয় কিন্তু মাল্টিপল সুট ছাড়ার হার কখনো কম হয় না।
৫. দারুণ খাদ্য রসিক গাছ তাই একটু হাই ফিডিং পছন্দ করে। বেশি খাবার হলেও পাতা মোটা হওয়ার কারণে খুব একটা সমস্যা করে না কিন্তু ময়েশ্চার কম থাকলে এর মারাত্মক ক্ষতি হয়।
micronutrients এর অভাব হলে সহজেই ঠিক হয়ে যায়।
৬. ভীষণ ফ্লাওয়ারিং টেন্ডেন্সি সারা বছর দেখা যায় তাই কুঁড়ি কেটে না দিলে গাছ একদম ই গ্রো করতে চায় না। আমি প্রথম বছর pruning এর পর ৭০+ ফুল পেয়েছিলাম, কিন্তু একসাথে ছিল ৬০ টার কাছ কাছি।
৭. খুব একটা আপ রাইড হ্যাবিট নেই (৪-৫ ফুট) তবে ছড়ায় অনেক বেশি জায়গা নিয়ে। এক বছরের গাছের ৪-৪.৫ ফুট চওরা হয়। পরিপূর্ণতা পেলে ৬-৭ ফুট পর্যন্ত চওরা হতে পারে।
৮. ভিগরাস রুট আর গ্রোথ হওয়ার জন্য বছরে ঘেঁষ এর গাছে ২ বার রুট কাটা আবশ্যক। খুব সহজে দ্রুত রুট আসে তাই গাছ পাতা ফেলে নিজের ক্ষতি করে না কিন্তু dormancy এর আগে পাতায় খাদ্য জমিয়ে রাখে যেটা dormancy র পর পাতার মোচন ঘটিয়ে ত্যাগ করে। তবে প্রচুর anthocyanins জেনারেট করে বলে দারুণ এবং প্রচুর পাতা হয়।
৯. Pruning এ দুর্দান্ত রেসপন্স করে। একটু সেমি হার্ড pruning পছন্দ করে।
গাছটা প্রাইমারি স্টেজ এ হাই ফসফেট (৩ মাস) সেকেন্ডারি স্টেজ এ (৪-৯ মাস) একটু হাই নাইট্রোজেন আর পটাশ এবং ফাইনাল স্টেজ এ (৯+) ব্যালান্স ফিডিং পছন্দ করে। বয়স্ বাড়ার সাথে সাথে খাবার কমাতে হয় নাহলে এজিং এর দ্রুত বৃদ্ধি ঘটে নতুন আপিক্যালা সুট আসেনা আর pruning এর পর ভালো রেজাল্ট দেবে না।
লাভ করতে হলে বিশেষ কিছু আহামরি টেকনিক দরকার নেই শুধু এই কটি বিষয় মাথায় রাখলে আমার থেকেও অনেক ভালো লাভ আপনারা করবেন আমার বিশ্বাস।
Jason Bhowmick Topu

আমার যেটুকু মাথায় আসলো বললাম। পরে কিছু মনে পড়লে নিশ্চই বলে দেবো। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে অনেকদিন থেকে, আজ আশাকরি জেনে ভালই লাগবে তোমার।

Scroll to Top