পরজীবী (parasite) এবং সহজীবী (symbiote)

পরজীবী হলো যারা অন্যের খাটনীর বা উৎপাদনের ওপর বেঁচে থাকে এবং সেই উপার্জনের থেকে নিজের বেঁচে থাকার রসদ সংগ্রহ করে কিন্তু উৎপাদক কে বিনিময়ে খুব অল্প বা কিছুই ফিরিয়ে দেয় না।
সহজীবী হলো যারা উৎপাদক এর সাথে বেঁচে থেকে আদান প্রদান কারীর কাজ করে এবং উৎপাদনের ভাগের বিনিময়ে সমপরিমাণ ফরিয়ে দেয়।
গাছের ক্ষেত্রেও এরম একজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কারী মাইকোরাইজা (Mycorrhizae)
ঠিক এক রকম ভূমিকা পালন করে। মাইকোরাইজা গাছের শেকড়ের সাথে সহজীবী হিসাবে বসবাস করে। এটি প্রধানত সহজিবি এবং রোগজীবাণু মূলক ছত্রাক। মাইকোরাইজা একটি উপকারী ছত্রাক যেটি গাছের ক্ষতি না করে বেঁচে থাকে।
আপনাদের মনেহতে পারে এখন এর ভূমিকা কি?
এর ভূমিকা অসীম। গাছ তার শেকড়ের মাধ্যমে যে খাবার, জল সংগ্রহ করে তা পৌছেদেয় এই ছত্রাক। মাইকোরাইজা গাছকে তার প্রয়োজনীয় উপাদানের বদলে গাছের তৈরি করা শর্করা গ্রহণ করে। গরমে গাছের সালোকসংশ্লেষ আর জলের ঘাটতি মেটানোর জন্য মাইকোরাইজা একটি অসীম ভূমিকা গ্রহণ করে থাকে। গাছের স্ট্রেস কমানোর জন্য এদের উপকারিতা অনেকটাই। নাইট্রেট আর ফসফেট এর পরিবহন এর আসল ভূমিকা এরাই গ্রহণ করে। কিন্তু আমরা যখন গাছের শেকড় কাটি তখন কোটি কোটি উপকারী মাইকোরাইজা ছত্রাক হারাই, সেক্ষেত্রে গাছের রুট কাটার পরে শেকড়ের ওপরে ১-২ চা চামচ মাইকোরাইজা ছিটিয়ে দিয়ে পটিং করা গুরুত্বপূর্ণ। বার বার এই ছত্রাকের প্রয়োগ একেবারেই উপযুক্ত নয় কারণ সেক্ষত্রে গাছ তার উৎপাদিত শর্করা অধিক বিনিময়ের ফলে নিজে দুর্বল হতে পারে কারণ গাছের উৎপাদিত শর্করার ৪-২০ শতাংশ ধার্য করা থাকে মাইকোরাইজার জন্য। বছরে ৩-৪ বার একে প্রয়োগ করা উপযুক্ত। গরমের অতিরিক্ত জলের পরিবহনের জন্য এই ছত্রাকের ভূমিকা অপরিসীম। রুট কাটার সময় ছাড়াও এর প্রয়োগ করা যায়, যেমন ওপরের মিডিয়ার থেকে 2 ইঞ্চি সরিয়ে তারমধ্যে মিশিয়ে দেওয়া বা ঘেঁষের গাছের ক্ষেত্রে জলে গুলে গোড়ায় দেওয়া যেতে পারে তবে পরিমান ১ চা চামচ। এই ছত্রাক খুব সহজেই বংশ বিস্তার করে।
গাছের গোড়ায় ফাংগিসাইড, পেস্টিসাইড এর প্রয়োগে মাইকোরাইজা নষ্ট হয়। অতিরিক্ত ফসফেট এর প্রয়োগে মাইকোরাইজা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

Scroll to Top