গোলাপের ব্ল্যাক স্পোর্ট রোগ

বিষয় : গোলাপের ব্ল্যাক স্পোর্ট রোগ ।
——————————————————-
আপনার ভালোবাসার গোলাপে কাঁটা হয়ে দাঁড়য় এই ব্ল্যাক স্পোর্ট । চলুন জেনে নেই …
গোলাপের ব্ল্যাক স্পোর্ট (black spot): গোলাপের ব্ল্যাক স্পোর্ট রোগের প্রধান কারণ Diplocarpon rosae নামক এক প্রকার ছএাক । এটি সাধারণত গাছের পাতায় আক্রমণ করে । Diplocarpon ছএাকটি নিজেদের বংশ বিস্তারের জন্য ইথিলিন গ্যাস তৈরি করে । এই ইথিলিন গ্যাসের কারণে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় । আর এটি যদি continue করে তাহলে ১-২ সপ্তাহের মধ্যে সম্পুর্ণ গাছে সংক্রমিত হবে ।
ব্ল্যাক স্পোর্ট হওয়ার কারণ?
* শীতের শেষে বৃষ্টি
* বর্ষাকালে ( প্রচন্ড গরম ও বৃষ্টি হয় / তাপমাত্রা ২০-৩৫ ডিগ্রি ) এছাড়াও
* গাছের পাতায় পানি লেগে থাকা
ব্ল্যাক স্পোর্ট লক্ষন :
* পাতায় কালো দাগ
* দাগটি সম্পুর্ণ পাতায় ছড়িয়ে পড়া
* কালো দাগটি সমস্ত গাছে ছড়িয়ে পড়া এবং
* পাতা হলুদ হয়ে ঝরে পড়া
প্রতিকার :
* আক্রান্ত পাতা সম্পুর্ণ তুলে ফেলতে হবে ।
* Fungicide (Mancozeb) 2 ml/ L ১০ দিন পর পর spray করতে হবে ।
* Copper based product ( copper oxycloride )
2ml / L ১০ দিন পর পর spray করতে হবে ।
অর্গানিক সমাধান :
* বেকিং সোডা ১ চামচ / ১ লি: ( গরম পানি ঠানডা করে ) , এর সাথে ১ চামচ লিকুইড সাবান মিশিয়ে ৩ দিন পর ১ মাস spray করুন ।
* অথবা নিমতেল spray করুন ।
ধন্যবাদ
Scroll to Top