গোলাপের ক্ষেত্রে নতুন তাদের জন্য

আপনারা যারা এখানে নতুন বা গোলাপের ক্ষেত্রে নতুন তাদের জন্য এবং যারা বেশ কিছুদিন হল করছেন তাদের জন্য এই পোস্ট। আপনাদের বেশিরভাগ মানুষই গাছ লাগানোর 25-30 দিন বা 1-1/5 মাসের পরেই পোস্ট করেন গাছ বাড়ছে না। আমার ছবির গাছটা 4 মাসের গাছ, তুলনামূলক ভাবে আমার অবস্থা আপনাদের থেকেও খারাপ,আমার গাছ তো আরো দেরিতে বাড়ে কিন্তু আমি প্যানিক করিনা। গাছ বাড়ার পেছনে মূলত কিছু কারণ থাকে:
বেয়ার রুটের গাছে ১৫ দিন পর খাবার শুরু করলেই গাছ সেল ডিভিশন স্টার্ট করে না, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে আগে মিডিয়া থেকে হাই ফসফেট নিয়ে রুট করার কাজে মন দেয়। মোটা মুটি ধরে রাখুন গাছ লাগানোর ৪৫ দিন পর থেকে আপনি গাছকে ভালো ভাবে বাড়তে দেখতে পারেন। বেয়ার রুট গাছ কখনোই পাতা কেটে ফেলে লাগানো উচিত না যদিনা পাতায় কোনো রোগ থাকে। পাতা না থাকলে ডাই ব্যাক হওয়ার সম্ভাবনা ৯০% থাকে। গাছ রুট তৈরি করার পর নাইট্রোজেন এর বেশি প্রয়োজন অনুভব করে তাই প্রাথমিক স্তরে ১০ ২৬ ২৬ বা ১৩ ৪০ ১৩ দিয়ে গাছকে একটু বাড়িয়ে নেবেন। তারপর ২০ ২০ ২০ দিয়ে বড় করুন। আপনারা কিন্তু আমার থেকে অনেক দ্রুত গাছ বড় করতে জানেন যার উদাহরণ আমার গাছের ছবি। কিন্তু এই গাছটাই আগামী 5-6 মাসে ৪-৫ ফুট চওড়া আর লম্বায় হয়ে যায় আর সেটার জন্য লাগে হাতের জাদু। না না কোনো খাবার না, জলের পরিমান টাই আসল জাদু। ঘেঁষের ময়েসচার বোঝা খুব কঠিন আর সেই জন্যই একটা স্টেজের পর গাছ বাড়তে চায় না, জল বসে যায়, ডাই ব্যাক হয় ইত্যাদি। জল দেওয়ার পরিমান কখনো শেখানো যায় না। আপনার চোখ আর উপলব্ধি যত আপনার গাছ বাড়বে তত। ভ্যারাইটি অনুযায়ী জলের চাহিদা কম বেশিও হয়, সেটা গাছ করে বুঝতে হয়। যেমন ধরুন গ্রেট স্কট আমার দেখা সব থেকে জল সেনসিটিভ গাছ। একটু জল বেশি হলেই ডাই ব্যাক হয়।
গাছকে স্নান করানোর সময় বেশ কিছু জল মিডিয়া তে যায়। আপনার গোড়ায় ঘেঁষের সাথে vermicompost মেশানো দরকার, তার পর যখন জল দেবেন, জল বেরিয়ে গেলেও moisture থেকে যাবে
আগামী দিনে এই গাছের ছবি আবার দেব, তখন তফাৎ বুঝবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দূরত্ব আর মাস্ক বজায় রাখবেন।
Scroll to Top