গাছে ডরম্যানসি আসার কোনো লক্ষণ নেই

বেশ কিছুদিন ধরে অনেকেই বলছেন যে তাদের গাছে ডরম্যানসি আসার কোনো লক্ষণ নেই, আমার গাছেও নেই আর কোনো দিন আসবেও না। আমার গাছের এখনও লাল পাতা বেরোচ্ছে। পশ্চিমবঙ্গে গোলাপ গাছের ডরম্যানসি আসে না। যারা বলেন একদম ভুল বলেন। গাছের খাবার বন্ধ করে dormancy হয় না। Dormancy হতে হলে গাছ কে বরফ চাপা পরতে হবে। মজার বিষয় হল আজকাল প্রায় সব কিছুই ইন্টারনেট থেকে পাওয়া যায়, কিন্তু dormany নিয়ে পরতে হলে আমাদের সাথে মেলে না কারণ আমরা dormancy করি না।
গাছের Survival strategy নিয়ে ঘাটুন, উত্তর পেয়ে যাবেন। তারপর অতিরিক্ত দরকার হলে আপনাদের মতামত দিতে পারেন।

 

প্রতিযোগিতামুলক ক্ষেত্র ছাড়া ডরম্যানসি কি প্রয়োজন, সাধারণ কিংবা সখে করা গাছে সঠিকভাবে করা হয়, আমার ব্যক্তিগত অনুধাবন শুধুমাত্র ডরম্যানসি নয় প্রতিযোগী ব্যক্তিরা বছরের প্রত্যেকটা দিন নিরলস পরিশ্রম ও ভালোবাসা দ্বারা গাছকে সুন্দরভাবে গড়ে তোলেন

আমার মনে হয় না। যেটাকে আমরা dormancy বলি মাটির গাছ সেটা কোনোদিনও হবে না। তাই জোর করে করার কোনো মানে নেই। সত্যি কথা বলতে আজকাল এটা একটা ফ্যাশন হয়ে যাচ্ছে, মানে যেমন পুজোয় নতুন জামা কিনতে হবে সেরম dormancy করাতে হবে। বাস্তবে সঠিক dormancy তে গাছ কি কন্ডিশনের মধ্যে থাকে ভাবতেও পারবেন না। আমাদের এখানে এত ঠান্ডা পরেই না যে গাছ dormancy তে যেতে পরে।

 

বাইরের দেশগুলোতে আবহাওয়ার কারণে এমনিতেই গাছ ডরমেনসিতে চলে যায়। কারো কিছু করার প্রয়োজন হয়না। তবে কলকাতে একমাত্র শো এর কারণে নতুন ভাবে সাজানো হয় গাছটাকে। কারণ perfect প্রুনিং এর জন্য গাছটাকে ডরমেনসিতে নেওয়াটা খুব জরুরি যেমনটা স্যার আমাকে বলেছেন। দাদা তুমিও সেটাই বললে যে নতুন জামা। পুরাতন পাতা সমেত একটা গাছ শোতে গেলে তা দেখতে একদম ভালো লাগবে না আর পাতারও তো আয়ু আছে। তাই এই ডরমেনসি নিয়ে গাছকে সুন্দর নতুন চকচকে পাতা ও ফুলসহ মেলাতে পাঠানো হয়। যারা বাড়িতে সখ করে গাছ করে তাদের এই বিষয় নিয়ে মাথা না ঘামানোই ভালো। আরো কিছু বিষয় আছে যেগুলোর জন্য গাছকে ডরমেনসিতে নেওয়া হয়। একসাথে সব কুড়ি আসবে, ডাল হবে, ফুল ফুটবে। আমাদের বাড়িতে কি এইগুলোর কোন দরকার কোন দরকার নেই।

Scroll to Top