গাছ ছোটো হোক বা বড়ো গাছের পাতায় লুকিয়ে থাকে গাছের আসল রহস্য। পাতার বৃদ্ধি, আকার, এবং রং বলবে গাছ কি পরিস্থিতি তে আছে। গাছের পাতাই বলে দেয় গাছের রুট ঠিক আছে কিনা।
ফ্যাকাশে হলুদ পাতা: গোড়ায় জলবসে যাওয়ার উদাহরণ। পাতাকে আপাত দৃষ্টিতে ট্রান্সপারেন্ট লাগবে।
নতুন পাতার রং হারানো: এন্থসায়ানিনের অনুপস্থিতি, হাই pH
ডিপ হলুদ পাতা: ক্লোরোফিলের অভাব, কারণ pH এর বৃদ্ধি এবং ম্যাগনেসিয়াম এর ঘাটতি
অপরিণত পাতা: পাতায় উপস্থিত থ্রিপস (কোঁকড়ানো পাতা), মাইটস (খরক্ষরে পাতা) বা রুটের সমস্যা।
কালচে ছোপ ধরা পাতা: অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে কেমিকেল ট্রেস বা গরমের স্ট্রেস
ছোট ছোট পাতা: খাবার ঠিকমতো না পৌঁছানো বা রুটের সমস্যা (অন্য কারণেও হতে পারে)
তারাতারি পাতা পড়ে যাওয়া: কেমিক্যাল ওভার ডোজ, ওভার কোয়ান্টিটি ওষুধের প্রয়োগ, ওভার ওয়াটারিং বা লো ওয়াটারিং
মোটা মোটা পাতা: অতিরিক্ত আয়রন বা কপারের প্রয়োগ
ফুটো ফুটো পাতা: ল্যাদা পোকা, Bugs বা Slugs এর উপস্থিতি
সিসন এ বেশি পাতা ও কম ফুল: এক্সট্রা নাইট্রোজেনের প্রয়োগ বা নাইট্রোজেন স্টোর করা
ইত্যাদি আরো অনেক উপসর্গ আছে। অনেক কিছুই বাদ চলে গেছে। ফাঙ্গাসের উদাহরণ এখানে দেওয়া নেই। এতেই কিছুটা আপনাদের হয়তো হেল্প করবে। আগামীদিনে আমি আবার কিছুদিনের বিরতি নেব। ততদিন ভালো থাকবেন, সাবধানে থাকবেন।