আজ থেকে cinder এ পথ চলা শুরু এবার দাদাদের guidance চাই… 

babu.. যদি কউ পরের step গুলো আরো একবার বলেন খুব উপকার হবে… যদিও এই group এর পুরনো post e সবই আছে…still i would request a small recapitulation… thank you.

 

প্রথমে বলি, গাছ বসানো টা ঠিক ঠাক রপ্ত করেছেন,
এখক ছোট গাছ, ফাঙ্গিসাইড,পেস্টিসাইড প্রতি সপ্তাহে দিয়ে যাবেন. পোকা না ধরলে ও দেবেন তবে 1/2 dose.
কারণ ছোট গাছ বেশী হলে ই পাতা পুরে যাবে.
গাছ বসানোর 7দিন পর থেকে root এর খাওয়ার শুরু করুন.
1 লিটার জলে 2ml h2o2,1gm.cutting aid.1gm. Humic acid (granual). প্রতি সপ্তাহে দেবেন.
প্রতি টবে 200 ml.
45 দিন শিকড় তৈরী করুন, গাছের উপরে তাকাবেন না.তারপর অসুবিধা হবে না king সব দেখছে,
ওনার থেকে ও নিশ্চই কিছু পাবেন, রঞ্জিত চ্যাটার্জী? উনি তো এডিটর,ফলো করে যান অসুবিধা হবে না.
তবে আপনার সাহস আছে, প্রথমে ই 20.
খুব ভালো. একটু ধৈর্য রাখবেন.
Hydrogen per oxide
যেকোন ভালো ঔষধের দোকানে পাবেন।
– এটা দুতিন রকমের হয়,
যেমন 3%, 6%, 20% ।
Dosage – 3% হলে 3ml/L,
6% হলে 2ml/L,
20% হলে 1ml/L .
Weekly/ Monthly বা 15 days gap এ মাটিতে apply করতে পারেন, প্রয়োজন অনুযায়ী।
এটা গাছের শিকড়দের অক্সিজেন সরবরাহ করে।
Scroll to Top